Weather Update South Bengal: দক্ষিণবঙ্গে দুর্যোগের খাড়া, ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি, ভিজবে ১৫ জেলা

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর ঝড় বৃষ্টির মতো দুর্যোগ পিছু ছাড়ছে না দক্ষিণবঙ্গের (South Bengal)। দিন কয়েক আগেই ঝড় বৃষ্টির পর দিন দুয়েক আকাশ পরিষ্কার থাকার সঙ্গে সঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। কবে এই দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে চলুন দেখে নেওয়া যাক, দেখে নেওয়া যাক কি বলছে আবহাওয়ার পূর্বাভাস (Weather Update South Bengal)।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝার আগমন হয়েছে। মঙ্গলবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। অন্যদিকে ওড়িশা থেকে বিদর্ভ পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে। আবার ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে রাজস্থান ও কর্নাটকে। এ সকল একাধিক কারণেই দক্ষিণবঙ্গের উপর বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনায় দেখা দিয়েছে।

হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার থেকে প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে। ঐদিন দক্ষিণবঙ্গের ১৫ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিন থেকে চারটি জেলার ক্ষেত্রে রয়েছে ঝড়ের সম্ভাবনা। ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। তবে দক্ষিণবঙ্গের পরিস্থিতি দুর্যোগপূর্ণ হলেও উত্তরবঙ্গে কোন সতর্কতা জারি করা হয়নি।

আরও পড়ুন 👉 PM Vishwakarma Yojana: সত্যি সত্যিই ১৫ হাজার টাকা দিচ্ছে কেন্দ্র, কিনতে হবে সেলাই মেশিন, জানুন মিলবে কীভাবে

হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে দক্ষিণবঙ্গের পরিস্থিতির দিকে তাকিয়ে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। যে সকল জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সকল জেলাগুলি হল মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। এই ১৫ জেলার মধ্যে আবার ঝড়ের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী চার জেলা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।

হাওয়া অফিসের তরফ থেকে যা অনুমান করা হচ্ছে তাতে বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়লেও বুধবার থেকেই বিভিন্ন দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরের বৃষ্টির দেখা মিলতে পারে। বুধবার বৃষ্টিতে ভিজতে পারে আরও অনেক বেশি জেলা। বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। এরপরই ধীরে ধীরে আকাশ পরিস্কার হতে শুরু করবে বলে জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে। অন্যদিকে এমন মেঘলা পরিস্থিতির কারণে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে বলেও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।