নিয়মে বদল! এবার ট্রেন সফরে লাগেজ নিয়ে থাকতে হবে আরও অ্যালার্ট!

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকরা কোন না কোন কারণে ট্রেনে চরে থাকেন। দেশের যে সকল জায়গায় ট্রেন পরিষেবা রয়েছে সেই সকল জায়গায় এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার ক্ষেত্রে অধিকাংশ মানুষ ট্রেনকেই বেছে নেন। সস্তা, কম সময় এবং অনেক বেশি নিরাপত্তার কারণে সাধারণ মানুষ ট্রেনের উপর বেশি নির্ভরশীল। যে কারণে ভারতীয় রেল (Indian Railways) এখন গণপরিবহনের লাইফ লাইন হয়ে দাঁড়িয়েছে।

ট্রেন (Train) সফর লোকাল অর্থাৎ কাছের দূরত্বের থেকেও দূরপাল্লার ক্ষেত্রে আরও বেশি জনপ্রিয়। ঘুরতে যাওয়া থেকে শুরু করে জরুরি কোন কাজে কাছে বা দূরে যাওয়ার ক্ষেত্রে ট্রেনের উপরই ভরসা সবচেয়ে বেশি। আবার ট্রেনে এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার সময় অধিকাংশ মানুষ নিজেদের কাছে ব্যাগ পত্র রাখেন। যে সকল ব্যাগ পত্রে প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়াও অনেক সময় জরুরী কাগজপত্র থেকে থাকে।

এবার যারা ট্রেনে লাগেজ নিয়ে সফর করছেন তাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। কেননা সুপ্রিম কোর্ট এই বিষয়ে এমন একটি নির্দেশ দিয়েছে যার পরিপ্রেক্ষিতে আর ট্রেন সফরের সময় লাগেজ চুরি হলে তার দায় নেবে না রেল। সুপ্রিম কোর্ট মূলত এমনটা জানিয়েছে, ২০১৫ সালের একটি মামলার পরিপ্রেক্ষিতে। এই মামলার পর্যবেক্ষণে শুক্রবার সুপ্রিম কোর্ট এমনটা জানায়।

সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি আহসানুদ্দিন আমানুল্লার বেঞ্চ জানিয়েছে, ট্রেনে যদি কিছু হারিয়ে ফেলেন যাত্রীরা তাহলে সেজন্য রেল কর্তৃপক্ষের থেকে কোনও ক্ষতিপূরণ চাইতে পারবেন না তাঁরা। মূলত এই মামলা করেছিলেন উড়িষ্যার এক ব্যক্তি এবং তিনি দাবি করেছিলেন চলন্ত ট্রেন থেকে তার জিনিসপত্র চুরি হয়ে যায়। তিনি চুরি হয়ে যাওয়া সেই সকল জিনিসপত্রের জন্য ক্ষতিপূরণ স্বরূপ রেলের কাছে এক লক্ষ টাকা দাবি করেন।

এই মামলার পাশাপাশি তিনি আদালতে সমস্ত ধরনের নথি পেশ করেছিলেন। প্রথমে তা এই মামলার রায় তার পক্ষেই গিয়েছিল। কিন্তু পরে শুক্রবার আদালত স্পষ্টভাবে জানিয়ে দেয়, চলন্ত ট্রেন থেকে জিনিসপত্র চুরি গেলে তার ক্ষতিপূরণ দেবে না রেল। শীর্ষ আদালত এমনটা জানানোর পাশাপাশি জানিয়েছে, “আমরা বুঝতে পারছি না কী করে ট্রেনে কিছু চুরি গেলে তা রেলের পরিষেবার ত্রুটি হিসেবে ধরা যাবে? যদি কোনও যাত্রী তাঁর নিজের মালপত্র রক্ষা করতে না পারেন, সেজন্য রেলকে দায়ী করা যায় না।”