সিউড়িতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে নয়া মোড়! তৃণমূল নেতার সিকিউরিটি নিয়ে প্রশ্ন তুললেন দলেরই নেতা

সরকারি কোন পদ, দলীয় কোন পদে না থেকেই পেলেন নিরাপত্তা। যিনি নিরাপত্তা পেয়েছেন তিনি আবার বছর কয়েক আগে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে দলের সমস্ত পদ থেকে বহিষ্কৃত হয়েছিলেন। বহিষ্কৃত করেছিলেন দলেরই ব্লক সভাপতি। যে ব্লক সভাপতি এখন তৃণমূলের কাজল শেখ ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত, অন্যদিকে যিনি নিরাপত্তা পেলেন তিনি তারই বিরুদ্ধে গোষ্ঠী।

এমন নিরাপত্তা পেয়েছেন সিউড়ি ২ নম্বর ব্লকের দমদমা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এহসানুল হক ওরফে বকুল। গত শুক্রবার তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে, সিউড়ি থানার দুজন পুলিশ কর্মী বকুলের সঙ্গে সর্বক্ষণ নিরাপত্তা কর্মী হিসেবে নিযুক্ত হয়েছেন।

আর এমন ঘটনাকে কেন্দ্র করেই সিউড়ি ২ নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে নতুন মোর তৈরি হল বলেই মনে করছেন অনেকে। যদিও ঠিক কোন কারণের পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা বকুল এমন নিরাপত্তা পেয়েছেন তা স্পষ্টভাবে জানাতে চাননি।

অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সিউড়ি ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি, যিনি এখন কাজল শেখ ঘনিষ্ঠ তৃণমূল নেতা হিসাবে পরিচিতি লাভ করেছেন তিনি দাবি করেছেন, ‘নিরাপত্তা পেতে একগাদা মিথ্যা কথা বলার প্রয়োজন থাকলে বলেছে।’