মানুষ হিসেবে মানুষের পাশে থাকাটাই স্বাভাবিক। তবে বর্তমান সময়ে এখন অনেকেই এই পাশে দাঁড়ানোর, পাশে থাকার বিষয়টি ভুলে গিয়েছেন। যদিও কিছু মানুষ রয়েছেন যারা সবসময় কারো না কারো পাশে থাকার চেষ্টা চালান। ঠিক সেইরকমই হলেন একজন সিউড়ির চিকিৎসক ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য ও তার স্ত্রী সঞ্চারী সালুই ভট্টাচার্য।
সিউড়ির এই দম্পতিকে বিভিন্ন সময়ে মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় সামাজিক বিভিন্ন কাজের মধ্য দিয়ে। ঠিক সেই রকমই এবার তাদের আড়াইশো দরিদ্র ও আদিবাসী জনগোষ্ঠীর শিশু ও মহিলাদের পংক্তিভোজনের মধ্য দিয়ে পাশে দাঁড়াতে দেখা গেল। তারা এমন আয়োজনের ক্ষেত্রে হিসাবে বেছে নিয়েছিলেন চিকিৎসক জিষ্ণু ভট্টাচার্যের শাশুড়ি, অর্থাৎ সঞ্চারী সালুই ভট্টাচার্যের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকীর দিনটিকে।
আরও পড়ুনঃ বড়দিনের ভেজাল খেল বাঙালি! নামী বেকারিতে হানা, গুণমান পরীক্ষায় ফেল ফ্রুট কেক
তারা তাদের এমন কাজের জন্য বেছে নিয়েছিলেন সিউড়ির করিধ্যা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভুঁইফোরতলাকে। যেখানে পুজো অর্চনার পাশাপাশি এমন পংক্তিভোজনের আয়োজন করা হয়।
