গৃহবধূদের লক্ষ্মীর ভাঁড়ে রাখা চালে চলছে আস্ত আশ্রম, মানুষ হচ্ছে কত কত অনাথ শিশু

একটি আশ্রম চালানো এতটা সহজ নয়। আশ্রমকে গড়ে তোলা যেমন কঠিন ঠিক সেই রকমই তা চালানো আরো কঠিন। কেননা আশ্রম চালানোর পিছনে যে অর্থ খরচ হয়ে থাকে তা যেমন তেমন নয়।

তবে বিষয়টি কঠিন হলেও সেই কঠিন বিষয়কে সহজ করে তুলেছে লক্ষীর ভাঁড়। আশ্রম চালাতে উদ্যোক্তা বাড়িতে বাড়িতে লক্ষ্মীর রেখে আসেন এবং সেই লক্ষ্মীর ভাঁড়ে প্রতিদিন দু মুঠো করে চাল রাখেন গৃহবধূরা। আর তা দিয়েই চলছে আস্ত একটি অনাথ আশ্রম।

আরও পড়ুনঃ ফের ভিন রাজ্যে কাজে গিয়ে প্রাণ গেল বীরভূমের পরিযায়ী শ্রমিকের! বিজেপিকে দায়ী করলেন কাজল শেখ

বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত গাংটে গ্রামে রয়েছে এইরকমই একটি অনাথ আশ্রম, অন্তদয় অনাথ আশ্রম। বলরামের অন্তদয় আশ্রমে মানুষ হওয়ার বিনা মাইতি নামে এক যুবতী জানিয়েছেন এই আশ্রমের অভিজ্ঞতা।