সিউড়ির হাটজান বাজারের রেল ফ্লাইওভার নির্মাণের কাজ এখন প্রায় শেষের দিকে। যেটুকু কাজ বাকি রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্টিলের গার্ডার লাগানো, আর তারপর ছোট ছোট কিছু কাজ! সেসব কাজ শেষ হলেই ওই ফ্রাইওভার উদ্বোধনের জন্য তৈরি হয়ে যাবে। আর এই নিয়েই এবার সামনে এলো সুখবর।
আগামী ১৩ জুলাই রবিবার হাটজানবাজারের রেল ফ্লাইওভারে স্টিলের গার্ডার লাগানোর কাজ করবে রেল। আর এই কাজ চালানোর পরিপ্রেক্ষিতে সিউড়ি উপর দিয়ে যাতায়াত করা ট্রেন ছ ঘন্টার জন্য বন্ধ থাকবে।
রেলের তরফ থেকে প্রকাশ করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে ১৩ জুলাই রবিবার সকাল ৭:১৫ থেকে দুপুর ১ঃ১৫ পর্যন্ত সাঁইথিয়া অন্ডাল রুটে ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়ার পরিকল্পনা রয়েছে। আর এর পরিপ্রেক্ষিতে ৬৩৫৩১ অন্ডাল সাঁইথিয়া মেমু প্যাসেঞ্জার, ৬৩৫৩৪ সাঁইথিয়া অন্ডাল মেমু পাসেন্জার বাতিল থাকবে। এছাড়াও ৬৩৫৩০ রামপুরহাট অন্ডাল মেমু, চার ঘন্টা দেরিতে চলতে পারে।
সিউড়ির হাটজান বাজারের এই রেল ফ্লাইওভারে স্টিলের গার্ডার লাগানোর কাজ আগেও একবার চালানোর প্রচেষ্টা চালিয়ে ছিল রেল। তবে প্রযুক্তিগত কোন সমস্যা থাকার কারণে সেই কাজ সফলভাবে সম্পন্ন করার সম্ভব হয়নি। আর এবার নতুন করে এই কাজ শুরু হওয়ার বিষয়ে রেলের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে বিষয়টি নিয়ে নতুন করে আশার আলো দেখছেন সিউড়ির বাসিন্দারা।