রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে পিষে দিল লরি। বুধবার ভয়ংকর এই দুর্ঘটনাটি ঘটেছে সিউড়ি থানার অন্তর্গত লম্বোদরপুর মোড় এলাকায় ১৪ নম্বর জাতীয় সড়কে। ঘটনাকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ শুরু হয় স্থানীয় বাসিন্দাদের। পথ অবরোধে নামলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় এবং দীর্ঘক্ষণের প্রচেষ্টার পর অবরোধ তুলতে সক্ষম হয়।
যা জানা যাচ্ছে তাতে মৃত ব্যক্তি কল্যাণ ডুবে এদিন রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন। তিনি লাইটিং এর কাজ করছিলেন। এমন সময় একটি লরি তাকে পিষে দেয় এবং লরিটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে তড়িঘড়ি ওই ওইদিকে ধাওয়া করে এবং আটক করে। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন তারা এবং ওই লরি ভাংচুরের পাশাপাশি চালককে মারধর করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মদ্যপ অবস্থায় ছিলেন চালক।
অন্যদিকে ঘটনার পর তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ক্ষিপ্ত জনতার হাত থেকে ওই চালককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বুঝিয়ে পথ অবরোধ তুলতে সক্ষম হয়।
