ডাক্তার পরিচয় দিয়ে বিবাহিত এক পুরুষের কুকীর্তিতে অবাক বীরভূম। বিবাহিত ঐ পুরুষ নিজেকে ডাক্তার পরিচয় দেওয়ার পাশাপাশি এক মহিলার সঙ্গে সহবাস করেন এবং ওই মহিলার থেকে 10 লক্ষ টাকা হাতিয়ে নেন বলেও অভিযোগ। ঘটনার পরিপ্রেক্ষিতে রীতিমত অবাক অনেকেই, এমন ঘটনায় সিউড়ি থানায় অভিযোগ দায়ের হতেই ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যাচ্ছে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি হলেন পার্থসারথি মুখোপাধ্যায়। তিনি সিউড়ি থানা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে প্রতারিতা সিউড়ি থানায় অভিযোগ দায়ের করার কয়েক ঘন্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করে। অভিযুক্ত ব্যক্তিকে মঙ্গলবার সিউড়ি আদালতে তোলা হয় এবং তদন্তের স্বার্থে চার দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়।
আরও পড়ুনঃ ফায়ার ব্রিগেড ব্যর্থ! জীবনের ঝুঁকি নিয়ে মাঞ্জা সুতোই আটকে পড়া পেঁচার জীবন বাঁচালেন জাকির
ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি বিবাহিত হওয়া সত্বেও এক মহিলার কাছে বিষয়টি গোপন রেখেছিলেন এবং তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে সহবাস ও আর্থিক প্রতারণা করে আসছিলেন। যখন পুরো বিষয়টি জানাজানি হয় তখন ওই মহিলা সিউড়ি থানায় অভিযোগ দায়ের করেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পাশাপাশি বিয়ের জন্য ১০ লক্ষ টাকা নিয়েছিলেন বলেও দাবি করা হচ্ছে।
