মেলা দেখতে গিয়ে বাইক ভুলে চলে আসার মত অবাক করা ঘটনা ঘটলো বীরভূমের সিউড়ি থানা এলাকায়। তবে ওই যুবকের ভাগ্য ভালো যে বাইকটি অক্ষত অবস্থাতেই তিনি ফিরে পেয়েছেন। তিনদিন পর ওই যুবককে বাইকটি ফিরিয়ে দিল সিউড়ি থানার পুলিশ।
জানুয়ারি মাসের ১৫ অর্থাৎ বাংলার পয়লা মাঘ, সিউড়ি থানার অন্তর্গত নগরীতে প্রথম এনে বসেছিল ব্রহ্মদৈত্য মেলা। যে মেলায় বিভিন্ন এলাকার মানুষদের পাশাপাশি চন্দ্রপুর থানার অন্তর্গত সাজিনা গ্রামের রেজায় মন্ডল গিয়েছিলেন। এরপর ওই যুবক এক বন্ধুকে খুঁজতে মাঠের মধ্যে বাইকটি রেখে চলে যান। পরে বাইকের কথা বেমালুম ভুলে ওই যুবক বাড়ি চলে আসেন। পরে বাইকের কথা মনে পড়লেও কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে।
যদিও ওই যুবকের বাইক এলাকার এক আদিবাসী যুবকের দৌলতে অক্ষত অবস্থাতেই ফেরত পান আসল মালিক। নগরী এলাকার একাধিবাসী যুবক বাইকটিকে উদ্ধার করে সিউড়ি থানায় জমা করে দিয়ে যান। এদিকে বাইকের আসল মালিক অর্থাৎ রেজায় তার বাইক খোঁজাখুঁজি শুরু করে। সিউড়ি থানার পুলিশও মালিককে খোঁজার চেষ্টা চালায়। শেষ অবধি তাদের মধ্যে সমন্বয় তৈরি হওয়ার পরিপ্রেক্ষিতে তিন দিন পর অর্থাৎ রবিবার ওই বাইক নিয়ে যায় আসল মালিক রেজাই।
তিন দিন আগে মেলায় ভুলে আসা বাইক এভাবে ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই সে খুব খুশি।
