সিউড়ি সুপার স্পেসালিটি হাসপাতাল খুব তাড়াতাড়ি পেতে চলেছে ১০ বেডের ডায়ালাইসিস পরিষেবা। আগে সিউড়ি super speciality হাসপাতালে ডায়ালাইসিস পরিষেবা থাকলেও বেড সংখ্যা ছিল মাত্র পাঁচ। তবে হাসপাতালে রোগীদের চাহিদার কথা মাথায় রেখে এই বেড সংখ্যা বাড়ানো হচ্ছে।
বেড সংখ্যা বাড়ানোর জন্য ইতিমধ্যেই সমস্ত রকম বন্দোবস্ত হয়ে গেছে। শুক্রবার সেই বন্দোবস্ত পরিদর্শনে আসে রাজ্যের একটি প্রতিনিধি দল। তারা সমস্ত কিছু পরিদর্শন করে জানান, পরিকাঠামো সবকিছুই ঠিকঠাক রয়েছে। খুব তাড়াতাড়ি দশ বেডের পরিষেবা চালু হয়ে যাবে।
একটি ডায়ালাইসিস বেডে দিনে বড়জোড় তিন থেকে চারজনকে পরিষেবা দেওয়া সম্ভব হয়। স্বাভাবিকভাবেই দশটি বেডে পরিষেবা দেওয়া শুরু হলে প্রতিদিন 40 থেকে 50 জন রোগী ডায়ালাইসিস পরিষেবা পাবেন। আর এমন পরিষেবা চালু হলে উপকৃত হবেন বহু মানুষ তা নিয়ে কোন সন্দেহ নেই।
