আবারো শিরোনামে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। এবার মূলত আউটডোরে চিকিৎসা এক রোগীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। শনিবার ঘটে যাওয়া এমন ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়াই সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।
অভিযোগ, আউটডোরে লাইনে দাঁড়িয়ে থাকা রোগীদের বাদ দিয়ে অন্যান্যদের হাসপাতালের স্টাফ বলে সুবিধা প্রদান করা হচ্ছিল। এমন পরিস্থিতিতে বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা কাজী আব্দুল রাকিম নামে এক রোগী বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তখনই হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মিতাকে জোরপূর্বক লাইন থেকে টেনে হিচড়ে বের করে দেয়।
আরও পড়ুনঃ মেসির ঝলক না পেয়ে চরম বিশৃঙ্খলা সল্টলেক স্টেডিয়ামে! হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী, যা জানালেন
ঘটনার সময় ওই রোগীর সঙ্গে থাকা এক বন্ধুর সঙ্গে ও দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ এবং ঘটনায় ওই যুবক আহত হন। আর এরপরই হাসপাতাল চত্বরে উপস্থিত থাকা ওই রোগী ও তার আত্মীয়-স্বজনরা ক্ষোভে ফেটে পড়েন উত্তেজনা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পারে হাসপাতালে অতিরিক্ত পুলিশবাহিনী পৌঁছই।
