AC Volvo Bus: চালু হল সিউড়ি দীঘা নতুন এসি ভলভো বাস, জানুন সময়সূচী থেকে ভাড়া

AC Volvo Bus: রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রায় প্রতিদিনই হাজার হাজার পর্যটকদের আগমন হয়। বিভিন্ন জায়গা থেকে যে সকল পর্যটকরা আছেন তাদের মধ্যে রয়েছেন সিউড়ি এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারাও। এবার এই সকল বাসিন্দাদের জন্য সুখবর, কেননা সিউড়ি থেকে দীঘা, দীঘা থেকে সিউড়ি একটি এসি ভলভো বাসের যাত্রা শুরু হল বৃহস্পতিবার।

সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরীর হাত ধরে এই বাসের শুভ সূচনা হয়। একটি বেসরকারি সংস্থা এই বাস পরিষেবা দেবে বলেই জানা গিয়েছে। প্রতিদিনই এই বাস সিউড়ি ও দীঘার (AC Volvo Bus) মধ্যে পরিষেবা দেবে।

বেসরকারি সংস্থার দ্বারা পরিচালিত ওই বাস পরিষেবার সময়সূচী এবং ভাড়া সম্পর্কে যা জানা গিয়েছে তাতে, বাসটি প্রতিদিন সকাল ৭:১৫ মিনিটে সিউড়ি থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দেবে। একইভাবে দীঘা থেকে আরেকটি বাস সকাল ৭:১৫ মিনিটে সিউড়ির উদ্দেশ্যে রওনা দেবে। বাসের ভাড়া যাত্রী কিছু ৬০০ টাকা। নতুন এই বাসের যাত্রা শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে সুবিধা বাড়বে অনেক পর্যটকদের।