Surprised to hear the price of Mukesh Ambani’s wife new Rolls Royce of Nita Ambani: এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি সবসময় দামি জিনিস ব্যবহারের জন্য চর্চায় থাকেন। তিনি ব্রিটিশ ব্র্যন্ডের তৈরি করা একটি গাড়ি কিনেছেন। যার নাম রোলস রয়েস ফ্যান্টম এইট (Nita Ambani Rolls Royce)। ভেলভেট রঙের ঝা চকচকে এই গাড়িটি খুব কম ভারতীয় কাছেই রয়েছে। কিন্তু নীতা আম্বানির কাছে এটি এই মডেলের দ্বিতীয় গাড়ি।
২০২৩ সালের দীপাবলিতে মুকেশ আম্বানি তার স্ত্রী নীতা আম্বানিকে উপহার হিসেবে দেন রোলস রয়েসের কুলিনান মডেলের গাড়িটি। যার দাম মাত্র ১০ কোটি টাকা। বলিউডের বাদশা শাহরুখ খানের কাছে একি মডেলের একটি গাড়ি রয়েছে। নতুন যে মডেলটি (Nita Ambani Rolls Royce) তিনি কিনেছেন সেটি এক কথায় অসাধারণ। গাড়িটির লুক, শক্তিশালী ইঞ্জিন এবং একাধিক অত্যাধুনিক বিলাসবহুল বৈশিষ্ট্য সম্পন্ন গাড়িটি খুব সহজেই সাধারণ মানুষের নজর কাড়তে পারে।
রোলস রোয়েস ফ্যান্টম এইট (Nita Ambani Rolls Royce) মডেলটিতে রয়েছে একাধিক অত্যাধুনিক ফিচারস। অটোমেটিক ক্লাইমেট জোন, হেড রেস্ট, অর্কিড ভেলভেটর ইন্টেরিয়র এছাড়া চালকের জন্য রয়েছে আলাদা ডিসপ্লের ব্যবস্থা। গাড়িটি তার প্রিমিয়াম কোয়ালিটির ইন্টেরিয়র ডেকোরেশন এর জন্যই সারা বিশ্বজুড়ে খাতি লাভ করেছে। এছাড়া রয়েছে কাস্টমাইজেশনের সুবিধা। যেমন, নীতা আম্বানির গাড়ির হেডরেস্টে লেখা রয়েছে, এনএমএ লেখা রয়েছে, অর্থাৎ নীতা মুকেশ আম্বানি গাড়িটির বর্তমান বাজার দর মাত্র ১২ কোটি টাকা।
আরও পড়ুন ? Jio Cinema: ফ্রিতে IPL দেখছে দেশ, আর এদিকে ৪০০০ কোটি টাকা ঢুকিয়ে নিলেন আম্বানি!
ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল ইন ফোরটেনমেন্ট ডিসপ্লে ও ৬ মিলিমিটার পুরো ১৩০ কেজি সাউন্ড ইলিউশন গাড়িটিকে সবার থেকে আলাদা করে রেখেছে। গাড়ির ইঞ্জিন টিও বেশ ভালো ৫৭১ হর্সপাওয়ার যুক্ত ৬.৭৫ লিটার ভি ১২ ইঞ্জিন যা ৯০০ এনএম টর্ক তৈরী করতে পারে। সঙ্গে রয়েছে অটোমেটিক ট্রান্সফর্মেশন এবং অ্যালুমিনিয়াম স্পেস ফ্রেম।
আপনি জানলে অবাক হবেন রোলস রয়েস প্যান্থম এইট গাড়িটির জন্য সংস্থার তরফ থেকে ৪৪ হাজার রকমের রং এর অফার করা হয়েছে। প্রত্যেকটা রং প্রিমিয়াম কোয়ালিটির। তবে গাড়িটির দাম এখনো আকাশ ছোঁয়া। বর্তমানে রোলস রয়েসকে সবচেয়ে বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া নীতা আম্বানির গ্যারেজে রয়েছে একাধিক দামি গাড়ির সম্ভার। আস্তান মার্টিন র্যাপিড নামক একটি গাড়ির দাম ৩ কোটি ২৯ লক্ষ টাকা। একাধিক আধুনিকতার ছোঁয়ায় তৈরি করা গাড়িটি বিশ্বের সবচেয়ে বিলাসবহুল কারিগরীর শিল্পের মধ্যে অন্যতম। যা এখন রয়েছে ভারতের বুকে।