গত মঙ্গলবার নানুরের কীর্ণাহারে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে। আজ শুক্রবার এর পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন জেলা সভাধিপতি কাজল শেখ।
কাজল শেখ বলেন, ED, CBI দিয়ে কাজল শেখকে ভয় দেখানো যাবে না। কাজল শেখ উপরওয়ালা ছাড়া আর কাউকে ভয় করে না। পাশাপাশি নানুর, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউসগ্রাম, খণ্ডঘোষ এই বিধানসভাগুলিতে তৃণমূলের জামানা বাজেয়াপ্ত হবে এভাবেই তীব্র কটাক্ষ করেছিলেন শুভেন্দু অধিকারী। তার পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল নেতা কাজল শেখ।
আরও পড়ুনঃ জমে ক্ষীর অনুব্রত মন্ডলের জন্মদিন! কাটলেন কেক, খেলেন রকমারি সব পদ, অনুরাগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো
কাজল শেখ বলেন, এই বিধানসভাগুলির দায়িত্ব যদি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেয় তাহলে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র থেকেই ৫০ হাজারের বেশি ভোটে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে বিজেপির জামানা বাজেয়াপ্ত করবো। বিধানসভা নির্বাচনের আগে এভাবেই রাজনৈতিক উত্তাপ তুঙ্গে উঠছে বীরভূম জেলাকে কেন্দ্র করে।
