নোটার থেকেও কম ভোট পেতেই তৃণমূলকে খোঁচা শুভেন্দু অধিকারীর

নিজস্ব প্রতিবেদন : তিন রাজ্যের বিধানসভা (Assembly Election 2023) নির্বাচন আর মুর্শিদাবাদের সাগরদিঘির উপ-নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে এখন ভোটের উন্মাদনা। অন্য রাজ্যের বিধানসভা নির্বাচনেও পশ্চিমবঙ্গের মানুষদের মধ্যে কৌতূহলের শেষ নেই। কারণ রাজ্যের শাসক দল তৃণমূল অন্য রাজ্যে ভোটের লড়াইয়ে নেমেছে।

অন্য রাজ্যে ভোটের লড়াইয়ে নেমে মেঘালয়ে খাতা খুললেও ত্রিপুরায় খাতা খুলতে পারেনি তৃণমূল। এর পাশাপাশি মুর্শিদাবাদের সাগরদিঘির উপনির্বাচনে যথেষ্ট খারাপ ফল করতে দেখা যায় শাসকদলকে। সাগরদিঘিতে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর কাছে হার শিকার করে তৃণমূল। তবে সব থেকে খারাপ অবস্থা ত্রিপুরায়।

ত্রিপুরার ভোট শেয়ারিংয়ের দিকে লক্ষ্য করলে দেখা যাবে নোটার থেকেও কম ভোট পেয়েছে তৃণমূল। আর এই নিয়েই বিজেপি নেতাদের তরফ থেকে তৃণমূলকে খোঁচা দিতে শুরু করা হয়েছে। তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নটার থেকে তৃণমূল কম ভোট পাওয়ার পরই খোঁচা দিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় তৃণমূলকে খোঁচা দিয়ে লিখেছেন, “মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে নোটার কাছে হাড্ডাহাড্ডি লড়াই করে পরাজিত হল সর্বভারতীয় তোলামুল পার্টি।” শেষ আপডেট অনুযায়ী ত্রিপুরায় তৃণমূলের মোট প্রাপ্ত ভোট ০.৮৮% এবং নোটায় প্রাপ্ত ভোট ১.৩৬%।

ত্রিপুরায় মোট বিধানসভা সংখ্যা হল ৬০। সেই জায়গায় সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে অন্ততপক্ষে ৩১টি আসন পেতে হবে। বিজেপি ইতিমধ্যেই ৩১টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ত্রিপুরায় বিজেপির পুনরায় সরকার গঠন করা এখন শুধু সময়ের অপেক্ষা।