তৃণমূলের পতাকা তুলছিলেন সুজাতা, উঠলো ‘শুভেন্দু অধিকারী জিন্দাবাদ’, ভাইরাল হল ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন : তৃণমূলের একটি কর্মসূচিতে পতাকা তুলেছিলেন তৃণমূল নেত্রী সুজাতা মন্ডল। ঠিক সেই সময়ই এক কর্মী স্লোগান দিয়েছিলেন। ‘তৃণমূল জিন্দাবাদ’, :মমতা ব্যানার্জি জিন্দাবাদ’, এমন একাধিক স্লোগান দেওয়ার সাথে সাথেই হঠাৎ স্লোগান ওঠে ‘শুভেন্দু অধিকারী জিন্দাবাদ’। আর তাতেই হতচকিত হয়ে পড়েন ওই কর্মসূচিতে উপস্থিত সুজাতা সহ অন্যান্যরা। আর সেই ঘটনার মুহূর্ত ক্যামেরাবন্দী হতেই তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

বিষয়টিকে অনেকে নিছকই ভুল বলেই দাবি করেছেন, তবে এর সাথে সাথেই কটাক্ষ করতে ছাড়েননি সোশ্যাল নেটিজেনদের একাংশ। আসলে মানুষ অভ্যাসের দাস। আর এই অভ্যাসের কারণেই মেদিনীপুরের এই তৃণমূলের কর্মসূচিতে কর্মীর মুখ থেকে হঠাৎ শুভেন্দু অধিকারীর নাম উঠে আসে। তবে সেই নাম উঠে আসতেই সুজাতা স্তম্ভিত হলেই ওই কর্মী নিজের ভুল শুধরে নেন।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার মেদিনীপুরের চন্দ্রকোনার কৃষ্ণপুরের তৃণমূল কার্যালয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেই রক্তদান শিবিরে আমন্ত্রিত ছিলেন তৃণমূল নেত্রী সুজাতা মন্ডল। সেখানে দলের পতাকা তোলার সময় নেত্রীকে ঘিরে স্লোগান দিতে থাকেন দলীয় কর্মী সমর্থকরা। আর তখনই এই ভুলের ঘটনা ঘটে। তবে এই ঘটনা সামনে আসে, যেহেতু পুরো ঘটনাটি ফেসবুক লাইভ করা হচ্ছিল সুজাতা মন্ডলের ফেসবুক পেজ থেকে।

অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নানান মন্তব্য এবং কটাক্ষ শোনা গেলেও এলাকার তৃণমূল ব্লক সভাপতি সাফাই দিয়ে জানিয়েছেন, “ইচ্ছাকৃতভাবেই ঘটনা কেউ ঘটায়নি। আসলে ওই কর্মী শুভেন্দু অধিকারী মুর্দাবাদ বলতে গিয়েছিলাম। তখন তার মুখ থেকে জিন্দাবাদ বেরিয়ে আসে।”