এটিই হল বিশ্বের দ্বিতীয় লম্বা রুটের ট্রেন, গন্তব্যে পৌঁছাতে লাগে ৮ দিন

Antara Nag

Published on:

Advertisements

ট্রেনে (Train) করে বেড়ানো মানে এক আলাদা মজা। যদিও বেড়াতে যাওয়ার জন্য প্লেন প্রাইভেট কার বা বাস থাকলেও এখনো ট্রেনে করে ঘুরে বেড়ানোর জনপ্রিয়তা দারুন। শুধু ভারত নয় সারা বিশ্বেই সস্তায় এবং দ্রুত পরিবহনের ক্ষেত্রে ট্রেনের বিকল্প নেই। আমাদের দেশে বেশিরভাগ মানুষই কখনো না কখনো ট্রেনে এক বা দুই দিনের যাত্রা করেছে। তবে আপনি কি জানেন পৃথিবীর সবথেকে লম্বা ট্রেন সফর (Longest Train Route) কতদিনের? সেটি কোন দেশে অবস্থিত? যদি না জেনে থাকেন তাহলে চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেয়া যাক।

Advertisements

ট্রান্স সাইবেরিয়ান রেলপথের (Trans Siberian Railway) নাম আমরা প্রায় সকলেই শুনেছি। আর হ্যাঁ, এটিই পৃথিবীর সবথেকে বৃহত্তম রেল লাইন। এই রেল লাইন রাশিয়ার Russia পূর্ব থেকে পশ্চিমকে মিলিত করেছে। গহীন বন, তুষারাবৃত পাহাড় কিংবা ধুধু প্রান্তর চিরে রাশিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। এই রেলপথে চলা ট্রেনটি পৃথিবীর সব থেকে লম্বা সফরের ট্রেন। ট্রেনটি চলার পথে ১৬ টি বড় নদী এবং ৮৭ টি শহরকে অতিক্রম করে। মস্কো (Moscow) থেকে ভ্লাদিভোস্টক (Vladivostok) হয়ে উত্তর কোরিয়ার পিয়ংইয়ং পর্যন্ত যেতে ট্রেনটির সময় লাগে ৭ দিন ২০ ঘন্টা ২৫ মিনিট।

Advertisements

এই পুরো যাত্রাতে ট্রেনটি মস্কো থেকে পিয়ং ইয়ং (Pyongyang) পর্যন্ত ট্রেনটি ১০২১৪ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। ট্রেনটি রাশিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে যেতে যাত্রীদের নৈসর্গে ভরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করালেও এতদিন ধরে ট্রেনের মধ্যে থাকা বেশ ধৈর্য সাকুল্য ব্যাপার হয়ে দাঁড়ায়। ট্রান্স-সাইবেরিয়ান রেলপথে প্রথম ট্রেন চলাচল শুরু হয়েছিল ১৯১৬ সালে। ট্রেনটি যাত্রীদের মস্কো থেকে রাশিয়ার ভ্লাদিভোস্টক পর্যন্ত নিয়ে যায়। তারপর সেখান থেকে আবার উত্তর কোরিয়ার (North Korea) পিয়ং ইয়ং এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

Advertisements

ট্রেনটি মাসে দুইবার উত্তর কোরিয়া থেকে রাশিয়া যায় এবং মাসে চারবার রাশিয়া থেকে পিয়ং ইয়ং যাত্রা করে। তবে ট্রেনটি সরাসরি পিয়ং ইয়ং থেকে মস্কো যাত্রা করেনা। প্রথমে পিয়ং ইয়ং থেকে যাত্রীদের নিয়ে একটি ট্রেন রাশিয়ার ভ্লাদিভোস্টকে এসে পৌঁছয়। তারপর সেই ট্রেনের কামরা গুলিকে ভ্লাদিভোস্টক থেকে মস্কোগামী ট্রেনের সাথে জুড়ে দেওয়া হয়।

যাত্রীদের সিটিং অ্যারেঞ্জমেন্ট এর সময়ে খেয়াল রাখা হয় যারা পিয়ং ইয়ং থেকে মস্কোর দিকে রওনা রয়েছেন তাদের একই কামরায় রাখা হয়। সেই কারণে যাত্রীরা একবার পিয়ংইয়ং থেকে ট্রেনে উঠলে, তাদের আর কোচ বদলাতে হয় না। একইভাবে মস্কো থেকে ট্রেন সরাসরি পিয়ংইয়ং যায় না। ভ্লাদিভোস্টক থেকে পিয়ংইয়ংগামী ট্রেনের বগিগুলিকে উত্তর কোরিয়ার তুমাঙ্গেন স্টেশন থেকে অন্য একটি পিয়ংইয়ংগামী ট্রেনের পেছনে সংযুক্ত করে দেওয়া হয়।

Advertisements