বন্দে ভারতে সেলফি তোলা কাল, বন্ধ হল দরজা, নামতে হলো পরের স্টপেজে

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে ভারতীয় রেলের হৃদপিণ্ড হয়ে দাঁড়িয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন বাস্তবায়িত করছে এই বন্দে ভারত এক্সপ্রেস। ভারতের মাটিতেও দ্রুত গতিতে ট্রেন ছুটবে সেই স্বপ্ন দেখার পরই ভারতীয় প্রযুক্তিতে তৈরি করা হয় ট্রেনটি। এই ট্রেনে যে সকল সুযোগ-সুবিধা রয়েছে তা সম্পর্কে আমরা অধিকাংশ মানুষই জানি।

ট্রেনে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে এলইডি স্ক্রিন, ১৮০° ঘুরতে পারে এমন চেয়ার, বড় বড় কাঁচের দরজা-জানলা, রাজকীয় ভাবে যাতে যাত্রীরা যাতায়াত করতে পারেন তার জন্য সমস্ত রকম সুযোগ-সুবিধা ইত্যাদি। এর পাশাপাশি এই ট্রেনটিতে রয়েছে স্বয়ংক্রিয়ভাবে দরজা খোলা ও বন্ধ হওয়ার ব্যবস্থা। আর তাতেই কাল হলো এক ব্যক্তির।

বন্দে ভারত ট্রেনে উঠে এক ব্যক্তি সেলফি তুলতে গিয়ে এমন ঘটনার সম্মুখীন হলেন যা তিনি মনে রাখবেন আজীবন। গত ১৬ ডিসেম্বর বিশাখাপত্তনম-সেকেন্দ্রাবাদ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি রাজামুন্দ্রি রেলস্টেশনে এসে পৌঁছায়। সেই সময় এক ব্যক্তি অতি উৎসাহের সঙ্গে ট্রেনের একটি কামরায় উঠে পড়েন সেলফি তোলার জন্য।

ওই ব্যক্তি সেলফি তুলেই তড়িঘড়ি নেমে যাবেন এমনটা ভেবে থাকলেও তা আর সম্ভব হয়নি। ট্রেনের স্বয়ংক্রিয় দরজা নির্ধারিত সময় পার হতেই বন্ধ হয়ে যায়। আর এরপরেই ট্রেনটি স্টেশন ছেড়ে পরবর্তী স্টেশনের দিকে রওনা দিয়ে দেয়। সেলফি তুলতে গিয়ে ওই ব্যক্তিকে নামতে হয় বন্দে ভারত এক্সপ্রেস পরবর্তী যে স্টেশনে স্টপেজ দেয় সেখানে।

ট্রেনটির পরবর্তী স্টপেজ ছিল বিজয়ওয়ারা। সেখানেই ওই ব্যক্তিকে নামতে হয়। এই ঘটনার একটি ভিডিও পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায় ট্রেনটিতে উঠে সেলফি তোলার সময় ট্রেনের স্বয়ংক্রিয় দরজা বন্ধ হয়ে যাওয়ার পর ওই ব্যক্তি আতঙ্কিত হয়ে পড়েন। ট্রেনের পরবর্তী স্টপেজ কোথায় তা জানতে চান তিনি। সেই সময় আতঙ্কিত ওই ব্যক্তিকে টিকিট পরীক্ষক আশ্বস্ত করেন পরবর্তী স্টপেজ সম্পর্কে বিস্তারিত জানিয়ে। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে টিকিট পরীক্ষক মানবিকতার খাতিরে ওই ব্যক্তিকে জরিমানা করেননি বলেও জানা যাচ্ছে।