পাম্প চালিয়েও জীবিত কুন্ডের জল খালি করা যাচ্ছে না, তারাপীঠে নতুন কৌতূহল, উপচে পড়ছে ভিড়

তারাপীঠকে কেন্দ্র করে নানান পৌরাণিক, অলৌকিক ঘটনা জড়িয়ে রয়েছে, ঠিক সেই রকমই অলৌকিক পৌরাণিক ঘটনা জড়িয়ে রয়েছে তারাপীঠের জীবিত কুন্ডকে ঘিরে। আর এবার নতুন করে এই জীবিত কুন্ডকে ঘিরে সাধারণ মানুষদের মধ্যে কৌতুহল তৈরি হচ্ছে।

আসলে তারাপীঠে যে জীবিত কুন্ড রয়েছে সেটি সংস্কারের কাজ চালানো হচ্ছে। সংস্কারের কাজ চালানোর সময় জীবিত কুন্ডের আসল কাঠামো সামনে এসেছে অর্থাৎ একেবারে পুরাতন যে ডোবা ছিল সেটি এখন দেখা যাচ্ছে। আর এই জীবিত কুন্ডের জল কোনোভাবেই খালি করা যাচ্ছে না, এমনকি পাম্প লাগিয়েও জল খালি করতে পারছেন না কর্মরত শ্রমিকরা। স্বাভাবিকভাবেই সংস্কারের কাজের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে।

আরও পড়ুনঃ সোনালী বিবির সঙ্গে দেখা করলেন অনুব্রত মণ্ডল, স্বামী ফিরে আসবে দিলেন আশ্বাস

আর এই বিষয়টি নিয়েই এখন সাধারণ মানুষদের মধ্যে নানান কৌতুহল জাগতে শুরু করেছে। কেউ বলছেন এটি অলৌকিক ঘটনা, কেউ আবার এর পিছনে বৈজ্ঞানিক কারণ দেখাচ্ছেন।

তারাপীঠের সেবায়েত তারাময় মুখোপাধ্যায় এবং পুলক চট্টোপাধ্যায় বিষয়টি নিয়ে কোন অলৌকিক ঘটনা জড়িয়ে রয়েছে বলেই দাবি করেছেন।

অন্যদিকে তারাপীঠের গবেষক প্রবোধ বন্দ্যোপাধ্যায়ের লেখা গ্রন্থ থেকে জানা যাচ্ছে, তারাপীঠের উত্তর বাহিনী দ্বারকা নদের জল পূর্ব দিকে মহাশ্মশানের ভিতর হয়ে কৈবর্তনালায় প্রবাহিত হয়ে বর্তমান মন্দির সংলগ্ন তানির নিচে একটি হ্রদ তৈরি করেছিল। এর পরিপ্রেক্ষিতেই দ্বারকা নদের প্রভাব ও ভূগর্ভস্থ জলস্তরের কারণেই কুন্ডের জল শেষ হচ্ছে না।