Tata EV Scooty: স্কুটির বাজারে ঝড় তুলতে প্রস্তুত টাটা! সামনেই লঞ্চ হতে চলেছে টাটার ইলেকট্রিক স্কুটি

দেশের বুকে জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারী সংস্থার মধ্যে একটি হল টাটা মোটরস। অত্যাধুনিক ডিজাইনের আকর্ষণীয় ফিচারস সহযোগে নানান ধরণের চারচাকা গ্রাহকদের উপহার দিয়ে থাকে টাটা। আর এবার ইলেকট্রিক স্কুটির বাজার দখল করতে মাঠে নামছে এই সংস্থা। ইলেকট্রিক স্কুটির বাজারে তুফান তুলতে টাটা এবার বাজারে আনতে চলেছে নতুন ইলেকট্রিক স্কুটি।

মধ্যবিত্তের সাধ ও সাধ্যের কথা মাথায় রেখে তারা তাদের সস্তার ইলেকট্রিক স্কুটিটি শীঘ্রই ভারতের বুকে লঞ্চ করতে চলেছে। ভারতের বাজারে অন্যান্য সব স্কুটিকে পিছনে ফেলে সেরার শিরোপা ছিনিয়ে নেবে এই নতুন স্কুটিটি। কারণ এই ইলেকট্রিক স্কুটিতে রয়েছে স্মার্ট ফিচারস। একটি ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার,EBD এবং ABS সহ LED ইন্ডিকেটর রয়েছে এই নতুন স্কুটিতে।

আরও পড়ুন: India Bangladesh: বাংলাদেশের ওপরে বড় কোপ ভারতের! ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে কোন দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলাদেশের কপালে?

খুব শীঘ্রই বাজারে স্কুটি লঞ্চ করে নিজেদের অধিপতি বিস্তার করতে চলেছে টাটা। অন্যদিকে এই নতুন ইলেকট্রিক স্কুটিটি তুফান তুলে দেওয়ার ক্ষমতা রাখে রাস্তায় কারণ এটির ব্যাটারি এবং রেঞ্জ একবারে অসাধারণ। জানা গিয়েছে, একটি লিথিয়াম ব্যাটারি প্যাক রয়েছে যার ক্ষমতা 3.5kWh। এই নতুন ইলেকট্রিক স্কুটিটি চার্জ হতেও খুব কম সময় লাগে।

চটজলদি চার্জ হয় স্কুটিটি। প্রতিবার চার্জ দিলেই টানা ২০০ কিলোমিটার পর্যন্ত চলার ক্ষমতা রাখে এই স্কুটিটি। যা সহজেই টেক্কা দেবে অন্যান্য কোম্পানির স্কুটিকে। মধ্যবিত্তের পকেটের কথা মাথায় রেখে তৈরি করা এই স্কুটি বাজারে আসলে চাহিদাও বাড়বে।চালককে বাড়তি সুরক্ষা প্রদান করতে স্কুটির সামনে ডিস্ক ব্রেক, পিছনে ড্রাম ব্রেক, টিউবলেস টায়ার এবং অ্যালয় হুইল বসানো রয়েছে।

টাটা মোটরস আর মাত্র কয়েক মাসের মধ্যেই একবারে কম বাজেটে তাদের এই ইলেকট্রিক স্কুটি বাজারে এনে চমকে দেবে গ্রাহকদের। যদিও এখনো সংস্থার তরফে স্কুটি এর দাম সংক্রান্ত কোনও তথ্য জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে দাম মধ্যবিত্তের মনের মতোই হবে। কারণ টাটা সর্বদা গ্রাহকদের ইচ্ছাকে মর্যাদা দিয়ে এসেছে। ইতিমধ্যেই জানা গিয়েছে, ভারতীয় বাজারে চলতি বছরের অগাস্ট মাসের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে।