TATA: হেরে গেল বিড়লা, ২৫০০ কোটি টাকা বিনিয়োগ টাটাদের! BCCI-এর সঙ্গে হয়ে গেল বড় চুক্তি

নিজস্ব প্রতিবেদন : টাটা গোষ্ঠী (Tata Group) সবসময় অধিকাংশ ভারতীয়দের মনিকোঠায় জায়গা পেয়ে রয়েছে। শুধু ব্যবসা-বাণিজ্য করার জন্য নয়, পাশাপাশি তারা যেভাবে প্রতিনিয়ত দেশের মানুষদের পাশে দাঁড়ায়, তা কখনোই ভোলার নয়। এবার এই টাটা গোষ্ঠী বিসিসিআইয়ের (BCCI) সঙ্গে বড় চুক্তি সেরে ফেলল। সেই বড় চুক্তির পরিপ্রেক্ষিতে তারা ২৫০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে।

টাটা গোষ্ঠীর তরফ থেকে এই বিপুল অংকের টাকা বিনিয়োগ করা হবে আইপিএল-এর (IPL) জন্য। বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং ধনী টি-টোয়েন্টি ক্রিকেট লিগ হিসাবে পরিচিত আইপিএল-এর সঙ্গে ২০২২ সালে জড়িয়ে পড়েছিল টাটা গোষ্ঠী। কারণ সেই সময় থেকেই তারা আইপিএলের স্পনসরশিপে রয়েছে। এবার এই স্পনসরশিপের মেয়াদ বাড়ানোর জন্যই টাটাদের তরফ থেকে এমন বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হচ্ছে।

২০১৮ সালে বিসিসিআইয়ের সঙ্গে আইপিএলের স্পনসরশীপ নিয়ে চুক্তি হয়েছিল ভিভোর। কিন্তু পাঁচ বছরের জন্য চুক্তি হলেও ২০২২ সাল নাগাদ ভারত চীন সম্পর্কের অবনতি হওয়ার ফলে বিভিন্ন কারণে সেই চুক্তি থেকে বেরিয়ে আসে ভিভো। এরপরই আইপিএল-এর দায়িত্ব নেয় টাটা। টাটাদের সঙ্গে বিসিসিআইয়ের আইপিএলের চুক্তির মেয়াদ ছিল ২০২৩ সাল পর্যন্ত। এরপর নতুন করে বিসিসিআই নিলাম ডাকলে ফের টাটাদের তরফ থেকে সেই মেয়াদ বাড়ানো হল।

আরও পড়ুন 👉 BCCI Reliance: এবার ক্রিকেট দুনিয়ায় মেগা এন্ট্রি মুকেশ আম্বানির! বড় ঘোষণা করল BCCI

টাটা গোষ্ঠী এবার পাঁচ বছরের জন্য আইপিএলের স্পন্সরশিপ হিসাবে যুক্ত হল। টাটাদের সঙ্গে বিসিসিআইয়ের আগে স্পনসরশিপ নিয়ে যে চুক্তি হয়েছিল তাতে প্রতিবছর ৩৬৯ কোটি টাকা দিতে হতো। কিন্তু এবার সেই টাকার পরিমাণ বেড়ে প্রতিবছর হয়েছে ৫০০ কোটি টাকা। যে কারণে পাঁচ বছর স্পনসরশীপ হিসাবে আইপিএলের সঙ্গে টাটা গোষ্ঠী থাকার ফলে তাদের ২৫০০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে।

অন্যদিকে বিসিসিআইকে এই টাকা দিতে রাজি ছিল আদিত্য বিড়লা গ্রুপ। তবে যেহেতু এখন টাটারা আইপিএল-এর স্পন্সর রয়েছে তাই তারাও একই পরিমাণ টাকা দিতে রাজি হয়ে যাওয়ায় সুযোগ হাতছাড়া হয়ে যায় আদিত্য বিড়লা গ্রুপের। আদিত্য বিড়লা গ্রুপকে পিছনে হটিয়ে স্পন্সরশিপের লড়াইয়ে এগিয়ে গেল টাটারা। আর এবার এই চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত আইপিএলের স্পন্সর থাকবে টাটা গোষ্ঠী।