BCCI Reliance: এবার ক্রিকেট দুনিয়ায় মেগা এন্ট্রি মুকেশ আম্বানির! বড় ঘোষণা করল BCCI

নিজস্ব প্রতিবেদন : সদ্য ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ শেষ হয়েছে। অন্যান্য সময় ক্রিকেট বিশ্বকাপ শেষ হওয়ার পর ক্রিকেট দুনিয়ায় বড় রকমের বিরতি দেখা যায়। কিন্তু এবার ঠিক তার উল্টোটা নজরে এসেছে। ক্রিকেট বিশ্বকাপ শেষ হওয়ার পরই টিম ইন্ডিয়া শুরু করেছে একের পর এক সফর। এরই মধ্যে আবার ২০২৪ সালে রয়েছে ক্রিকেটের মেগা সব টুর্নামেন্ট। আর এই মেগা সব টুর্নামেন্টের আগে রিলায়েন্সকে (Reliance) নিয়ে বড় ঘোষণা করতে দেখা গেল বিসিসিআইকে (BCCI)।

বিসিসিআইয়ের এই ঘোষণায় ২০২৪ সালের মেগা সব টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ক্রিকেট দুনিয়ায় রীতিমতো মেগা এন্ট্রি হয়ে গেল মুকেশ আম্বানির সংস্থার। আসলে বিসিসিআইয়ের তরফ থেকে তাদের নতুন দুটি স্পন্সরের নাম ঘোষণা করা হয়েছে। বিসিসিআইয়ের তরফ থেকে ঘোষণা করা নতুন দুটি স্পন্সর হল মুকেশ আম্বানির সংস্থা। মুকেশ আম্বানির দুটি সংস্থা এবার অফিশিয়ালি বিসিসিআইয়ের স্পনসরশিপে অংশগ্রহণ করল।

এই ঘোষণার পরিপ্রেক্ষিতে এবার পুরুষ হোক অথবা মহিলা, যেকোনো দলের খেলা ভারতে অনুষ্ঠিত হলেই সেগুলিতে মুকেশ আম্বানির দুই সংস্থার বিজ্ঞাপন দেখা যাবে। মুকেশ আম্বানির যে দুটি সংস্থা অফিশিয়ালি বিসিসিআইয়ের স্পনসরশিপ তালিকায় ঢুকে পড়ল সেই দুটি সংস্থা হল রিলায়েন্সের সফট ড্রিংকস ব্র্যান্ড ক্যাম্পা এবং হোম ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি অ্যাটমবার্গ টেকনোলজিস। এই দুই সংস্থা এবার টিম ইন্ডিয়ার নতুন স্পন্সর।

আরও পড়ুন 👉 Earning of Mukesh Ambani: IPL 2023 থেকে কত টাকা পকেটে পুরলেন মুকেশ ও নীতা আম্বানি!

রিলায়েন্সের দুই সংস্থার নতুন স্পনসরশিপের পরিপ্রেক্ষিতে বিসিসিআই যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে তাদের তরফ থেকে জানানো হয়েছে, ২০২৪ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত রিলায়েন্সের এই দুই সংস্থা টিম ইন্ডিয়ার অফিসিয়াল স্পনসর থাকবে। মুকেশ আম্বানি মূলত খেলার দুনিয়ায় বিজ্ঞাপনকে ঢুকিয়ে নিজেদের সংস্থার প্রচার সেরে ফেলতে চাইছে। কেননা রিলায়েন্সের হলেও ক্যাম্পা এখনো সেই ভাবে জনপ্রিয়তা লাভ করেনি।

সামনেই গ্রীষ্মকাল, গ্রীষ্মকালে কোল্ড ড্রিংসের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পায়। সংস্থার তরফ থেকে সেই কথা মাথায় রেখে বাজার ধরতে এবং পেপসির মতো সংস্থাকে টেক্কা দিতে এমন পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে হোম ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি অ্যাটমবার্গ টেকনোলজিস স্মার্ট ফ্যানের জন্য বিখ্যাত। গ্রীষ্মকালে গরমের সময় ফ্যানের চাহিদাও বাড়ে। এমন পরিস্থিতিতে রিলায়েন্স ক্রিকেট দুনিয়ার মাধ্যমে নিজেদের প্রচার করে বাজার ধরতে মুখিয়ে উঠেছে।