Tata এয়ার ইন্ডিয়ার নতুন CEO, এই ৫টি জিনিস না জানলে মিস করবেন

নিজস্ব প্রতিবেদন : ৬৭ বছর পর টাটা সংস্থার হাতে ফিরেছে এয়ার ইন্ডিয়া। এই বিমান পরিবহণ টাটা সংস্থার হাতে ফিরতেই একের পর এক জনদরদি পদক্ষেপ নিতে লক্ষ্য করা যায় সংস্থাকে। এছাড়াও স্বাচ্ছন্দ, পরিষেবা থেকে শুরু করে সুরক্ষা সবদিক দিয়েই সংস্থা নতুন নতুন পদক্ষেপ নেয়। এরই মধ্যে অবশ্য এই সংস্থাকে একাধিকবার CEO পরিবর্তন করতে লক্ষ্য করা যায়।

এয়ার ইন্ডিয়া বৃহস্পতিবার ক্যাম্পবেল উইলসনকে নতুন সিইও এবং এমডি হিসাবে ঘোষণা করে। ক্যাম্পবেল উইলসনকে নিয়োগের জন্য সমস্ত রকম ছাড়পত্র দিয়েছে এয়ার ইন্ডিয়া। এর আগে টাটা সন্স টার্কিশ এয়ারলাইন্সের চেয়ারপার্সন ইলকার আইসিকে নতুন সিইও নিযুক্ত করা হয়েছিল। যদিও তিনি দু’সপ্তাহের মধ্যে তা প্রত্যাখ্যান করেন।

ক্যাম্পবেল উইলসন সিঙ্গাপুর এয়ারলাইনস অধীনস্থ স্কুটের প্রধান প্রধান ছিলেন। এই সংস্থাও এয়ার ইন্ডিয়ার মত সস্তায় বিমান পরিষেবা দিয়ে থাকে। এয়ার ইন্ডিয়ার এই নতুন সিইও ও এমডি সম্পর্কে পাঁচটি জিনিস না জানলেই নয়।

১) ক্যাম্পবেল উইলসন অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। নিউজিল্যান্ডের ক্যান্টারবেরি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। খুব ভালো ফলাফলের সঙ্গে এমবিএ পাশ করেছেন।

২) ১৯৯৬ সালে নিউজিল্যান্ডের সিঙ্গাপুর এয়ারলাইন্সে তার কর্মজীবন শুরু। এরপর কানাডা, হংকং জাপান সহ বিভিন্ন দেশে কাজ করেছেন। এরপর ২০১১ সালে সিঙ্গাপুরে পোস্টিং পান এবং সিইও হিসাবে ২০১৬ সাল পর্যন্ত নেতৃত্ব দেন।

৩) এরপর তিনি SIA-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। মূল্য নির্ধারণ, ডিস্ট্রিবিউশন, ই-কমার্স, মার্চেন্ডাইজিং, ব্র্যান্ড এবং বিপণন, বিশ্বব্যাপী সেল ইত্যাদি নানান বিষয় তদারকি করতেন।

৪) পরে আবার তিনি সিঙ্গাপুরের Scoot-এর সিইও হিসাবে নিযুক্ত হন এবং এয়ার ইন্ডিয়াতে নিযুক্ত হওয়ার আগে পর্যন্ত সেখানেই দায়িত্ব সামলেছেন।

৫) আগামী ১৫ জুন সিঙ্গাপুরের ওই সংস্থা থেকে তিনি অব্যহতি নেবেন এবং টাটা এয়ার ইন্ডিয়াতে সিও ও এমডি হিসাবে নিজের নতুন জীবনের অধ্যায় শুরু করবেন।