FD Scheme: বেশি টাকা জমা রাখলেও বাঁচবে ট্যাক্স, বেছে নিন এই FD

Prosun Kanti Das

Published on:

Advertisements

Even if you deposit more money, tax can be saved through this FD Scheme: প্রতিটি মানুষের যার নিজের ভবিষ্যৎ জীবনকে অর্থনৈতিক দিক থেকে সুরক্ষিত করে রাখতে। বিশেষ করে বৃদ্ধ বয়সে যখন শারীরিক সক্ষমতা কমে আসে তখন নিজে দৈহিক পরিশ্রম করে উপার্জন করা একেবারেই সম্ভব হয় না। এই কারণে সাধারণত মানুষ নিজের সামর্থ্য মত আগে থেকেই অর্থ জমাতে শুরু করেন। সরকারি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরাও অবসরের পর বৃদ্ধ বয়সে পেনশনের টাকা পান। কিন্তু অন্যদের ক্ষেত্রে সেই সুবিধা থাকে না। তাই আশ্রয় নিতে হয় এমন কোন অর্থ বিনিয়োগকারী স্কিমের যার মাধ্যমে নিজের টাকা নিরাপদ থাকার পাশাপাশি মোটা অংকের রিটার্ন পাওয়া সম্ভব হবে। তেমনি একটি স্কিম হলো ফিক্সড ডিপোজিট স্কিম (FD Scheme)।

Advertisements

অধিক পরিমাণের টাকা ভবিষ্যতের জন্য জমিয়ে রাখার ক্ষেত্রে অনেক সময় করের আওতায় পড়তে হয়। তাই সাধারণত মানুষ কর বাঁচানোর জন্য করমুক্ত কিছু স্কিমের খোঁজ করে থাকেন। এক্ষেত্রে প্রবীণ নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ একটি স্কিম হল ফিক্সড ডিপোজিট স্কিম (FD Scheme)। এই স্কিমের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করলে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর মোটা টাকা রিটার্ন পাওয়ার সুবিধে মেলে।

Advertisements

এছাড়াও প্রবীণ নাগরিকদের কর থেকে বাঁচার জন্য ও গুরুত্বপূর্ণ একটি স্কিম হল এই ফিক্সড ডিপোজিট। যে কোনো ব্যাংকের শাখায় প্রবীণ নাগরিকরা নির্দিষ্ট পরিমাণ অর্থ ফিক্সড করে রাখতে পারেন। প্রবীণ নাগরিকরা আবার এই স্কিমে টাকা রাখলে সাধারণ গ্রাহকদের তুলনায় ০.৫০ শতাংশ বেশি সুদ এর সুবিধা উপভোগ করতে পারেন।

Advertisements

আরও পড়ুন ? SBI Green FD: অনেক বেশি সুদ! এবার SBI নিয়ে এলো নতুন Green FD, জানুন সুদের হার

ফিক্সড ডিপোজিট (FD Scheme) এ আবার ট্যাক্স সেভিং এফডি নামক একটি অপশন আছে। এটি একটি বিশেষ ধরনের ক্রমবর্ধমান ফিক্সড ডিপোজিট স্কিম যাতে ৫ বছর পর মেয়াদ পূর্তিতে সুদ দেওয়া হয়। এই ধরনের ফিক্সড ডিপোজিট স্কিম এর ক্ষেত্রে গ্রাহক প্রতি বছর যে পরিমাণ সুদ পান তা অর্থ বিনিয়োগকারী ব্যক্তির সিক্স ডিপোজিট স্কিমে জমা করা মূল টাকার পরিমাণের সঙ্গে যুক্ত হয়ে যায়।

ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট স্কিম (FD Scheme) এর মাধ্যমে অর্থ বিনিয়োগ করলে অর্থ বিনিয়োগকারী গ্রাহক আয়করের ৮০সি ধারার অধীনে কর ছাড়ের বিশেষ সুবিধা উপভোগ করতে পারেন। আয়কর আইনের ধারা ৮০সি এর অধীনে গ্রাহক ১ বছরে সর্বোচ্চ দেড় লক্ষ টাকার কর ছাড় এর সুবিধা পান। বিভিন্ন বীমা সংস্থা থেকে শুরু করে পোস্ট অফিস সর্বত্রই এই সুবিধা উপলব্ধ রয়েছে এই স্কিমের জন্য।

Advertisements