চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে তিনটি দলের খেলা ইতিমধ্যেই তাদের জায়গা পাকাপাকি করে নিয়েছে। তার মধ্যে রয়েছে ভারত, নিউজ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়া। শেষ চারের যোগ্যতা অর্জনের সঙ্গে এবার নয়া নজির গড়েছে ভারতীয় ক্রিকেট দল।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আয়োজিত প্রতিযোগিতাগুলিতে সবচেয়ে বেশি ১৯ বার সেমিফাইনালে উঠেছে ভারত। ভারতীয় দল সব সময়েই তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চলেছে। আইসিসির সাদা বলের প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বার সেমিফাইনালে ওঠার কৃতিত্ব রয়েছে ভারতের ক্রিকেট খেলার মুকুটে। মোট ১৯ বার সেমিফাইনালে উঠেছে ভারত। ভারতীয় ক্রিকেট দলের ঝুলিতে রয়েছে দু’বার চ্যাম্পিয়ন, এক দিনের বিশ্বকাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি।
আরও পড়ুন: Car New Rules: ১৫ বছরের পুরাতন গাড়িকে জ্বালানি দেবে না পেট্রোল পাম্প, জারি নতুন নিয়ম
দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। তাদের দল ১৮ বার আইসিসির প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠেছে। সবচেয়ে বেশি ন’বার চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে নিউজ়িল্যান্ড। ১৭ বার শেষ চারে পৌঁছতে পারলেও কিউয়িদের ট্রফির সংখ্যা মাত্র ১।
তালিকায় চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে পাকিস্তান। মোট ১৬ বার আইসিসির প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। পঞ্চম স্থানে রয়েছে ইংল্যান্ড। ১৫ বার শেষ চারে উঠেছে তাদের দল। ইংল্যান্ডের ঝুলিতে রয়েছে মোট তিনটি খেতাব। ষষ্ঠস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ১৩ বার সেমিফাইনালে পৌঁছে কেবল একটি খেতাব জয় করেছে তারা। সপ্তম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। ১১ বার সেমিফাইনালে উঠে এই দল পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে। অষ্টম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। তারাও ১১ বার সেমিফাইনালে উঠেছে।
তালিকার শেষ তিনটি স্থানে জায়গা দখল করেছে তিনটি দল আফগানিস্তান, বাংলাদেশ ও কেনিয়া। এই তিন দেশই একবার করে আইসিসির সাদা বলের প্রতিযোগিতার শেষ চারে এসেছে। কোনও দলের ঝুলিতেই খেতাব নেই।