IPL 2025: অধরা ট্রফি জয়ের লক্ষ্যে প্রীতির দল, ২০২৫এর আইপিএলে কার নেতৃত্বে সাজছে পাঞ্জাব কিংস?

IPL 2025: সম্প্রতি শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট লিগ। আর এই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পরেই আইপিএল শুরুর দিকে মুখিয়ে রয়েছেন ক্রিকেট অনুরাগীরা। যা খুব শীঘ্রই শুরু হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২২শে মার্চ থেকেই শুরু হতে চলেছে ভারতীয় জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল। তবে চলতি বছরের আইপিএল হতে চলেছে অন্যান্য বছরের তুলনায় আলাদা। বেশ কিছু দলে দেখা যাবে নতুন মুখ। আর তার মধ্যে আজকের প্রতিবেদনে আলোচনার বিশেষ দল হল পাঞ্জাব কিংস। শুরু থেকে যে দলের ঘরে আসেনি একটাও ট্রফি। তবে চলতি বছরে ট্রফি জয়ের লক্ষ্যে নয়া পরিকল্পনা পাঞ্জাব কিংসের। ঘরে ট্রফি আনতে কিভাবে দল সাজাচ্ছে প্রীতি জিন্টার দল?

মহা নিলামের পর গঠিত হয়েছে আইপিএলের (IPL 2025) ১ টি দল। আর সেই ১০টি দলের মধ্যে অন্যতম একটি দল হল পাঞ্জাব কিংস। যে দলের মধ্যে ২০২৫এর আইপিএলে রয়েছে ২৫ জন প্লেয়ার। তারা হলেন শ্রেয়াস আয়ার (অধিনায়ক), সূর্যাংশ শেগড়ে, পিলা অবিনাশ, নেহাল ওয়াধেরা, হর্নুর পান্নু, বিষ্ণু বিনোদ, জস ইংলিস, প্রভসিমরন সিং, শশাঙ্ক সিং, মার্কান স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, হরপ্রীত ব্রার, মার্কো জানসেন, আজমাতুল্লা ওমরজাই, প্রিয়াংশ আর্য, অ্যারন হার্ডি, মুশির খান, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, বৈশ্যক বিজয় কুমার, যশ ঠাকুর, লকি ফার্গুসন, কুলদীপ সেন, জেভিয়ার বার্টলেট, প্রবীণ দুবে।

তবে পাঞ্জাব কিংসএর ২৫জন খেলোয়াড়ের মধ্যে প্রথম প্লেয়িং ইলেভেনে থাকতে পারে জস ইংলিস, প্রভসিমরন সিং, নেহাল ওয়াধেরা, শ্রেয়স আয়ার (অধিনায়ক) মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, শশাঙ্ক সিং, মার্কো জানসেন, অর্শদীপ সিং, হরপ্রীত ব্রার, যুজবেন্দ্র চাহাল। ইমপেক্ট প্লেয়ার বিভাগে থাকতে পারেন যশ ঠাকুর অথবা আজমাতুল্লা ওমরজাই।

আরও পড়ুন: আইপিএল শুরু হতে বাকি মাত্র কয়েকদিন, এর আগে কি সিদ্ধান্ত নিল কেন্দ্র?

চলতি বছরের আইপিএলে (IPL 2025) পাঞ্জাব কিংসএর সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখা যাবে শ্রেয়সকে। যিনি সম্প্রতি অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে সর্বোচ্চ রান তুলেছেন। শুধু তাই না, গত বছরের আইপিএলে কেকেআরের হয়ে নেতৃত্বে দিয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে শ্রেয়স। তবে পাঞ্জাব কিংসএর নতুন অধিনায়ক শুধু শ্রেয়স নয়, তার পাশাপাশি প্রীতি জিন্টার দলের অন্যান্য খেলোয়াড়রা দলকে জেতাতে ব্যাটে-বলে খেল দেখাতে প্রস্তুত।

মূলত অধরা ট্রফি দখলের লড়াইয়ে নামছে পাঞ্জাব কিংস। নতুন পুরানো সব দুরন্ত তারকাদের নিয়ে দল তৈরি করেছে প্রীতি জিন্টার দল। তবে যুজবেন্দ্র চাহাল ছাড়া স্পিনার সেই ভাবে না থাকায় প্রথম ১১জন প্লেয়ার সাজাতে সমস্যা তৈরি হতে পারে পাঞ্জাব কিংসের। শুধু তাই না, ধারাবাহিকভাবে পারফর্ম করতে না পারাতেও খুব একটা ভরসা রাখে না দলের ম্যানেজমেন্ট। তবে ক্রিকেট খেলার কোনো নিশ্চয়তা নেই। কখন কোন দল কেমন পারফরম্যান্স করবে তা বোঝা যায় না। ফলে অনুরাগীরা আশা রাখছেন চলতি বছরের আইপিএলে (IPL 2025) শ্রেয়স আয়ারের অধিনায়কত্বে ক্রিকেট মহলেকে চমকে দিতে পারে পাঞ্জাব কিংস।