দিদিকে বলো’ কর্মসূচিতে তৃণমূল যুব নেতাদের অংশগ্রহণের নির্দেশ অভিষেকের

লাল্টু : এবার ‘দিদিকে বলো’ কর্মসূচিতে তৃণমূল নেতাদের অংশগ্রহণের নির্দেশ দিলেন তৃণমূল যুব রাজ্য সভাপতি অভিষেক ব্যানার্জি। গতকাল কলকাতায় অভিষেক ব্যানার্জীর নির্দেশে রাজ্যের প্রতিটি ব্লক এবং শহরের তৃণমূল যুব সভাপতিদের নিয়ে একটি বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ‘দিদিকে বলো’ কর্মসূচিতে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়।

নির্দেশে বলা হয়, “তিনটি করে গ্রামের মানুষদের সাথে কথা বার্তা বলা ও রাত্রিযাপন করে যােগাযােগ মজবুত করতে হবে। পাশাপাশি সেই সব এলাকায় রাত্রি বাস করে এবং কার্ড ও লােগাে দিয়ে জনসংযােগ করতে হবে।”

সেই মতাে আজ দুবরাজপুর ব্লকের দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক ডাকেন তৃণমূল যুব সভাপতি কাশেমূল হক। তিনি জানান, “স্থানীয় নেতাদের মিটিংয়ের পর আমরা আগামী ৬ তারিখ বালিজুড়ি পঞ্চায়েতের কুখুটিয়া গ্রামে ‘দিদিকে বলাে’ কর্মসূচী নিয়েছি।” এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এলাকার ব্লক সভাপতি ভােলানাথ মিত্র, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রফিউল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, এর আগে আমরা ‘দিদিকে বলো’ কর্মসূচি বাস্তবায়িত করার জন্য এলাকার বিধায়ক এবং মন্ত্রীদের গ্রামে গ্রামে ঘুরে সেখানে রাত্রিযাপন করে জনসংযোগ বাড়াতে দেখেছি, আর এবার তৃণমূল যুব নেতাদের একই কাজ করতে দেখা যাবে।