Birbhum: বীরভূমে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। যে বাস দুর্ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে ৩০ জন। আহতের তড়িঘড়ি ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
মঙ্গলবার বিকাল বেলায় ভয়ঙ্কর এমন দুর্ঘটনাটি ঘটেছে মহম্মদ বাজারের দেউচার কাছে। আহতদের কয়েকজনকে ভর্তি করা হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে, কয়েকজনকে ভর্তি করা হয়েছে প্যাটেল নগর ও মহঃ বাজারে এবং 12 জনকে আনা হয়েছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। এমন দুর্ঘটনায় কোন যাত্রীর মৃত্যু হয়েছে কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি।
আরও পড়ুনঃ সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সামনের রাস্তা নরক যন্ত্রণার থেকে কম কিছু নয়!
যা জানা যাচ্ছে তাতে বীরভূমে (Birbhum) সিউড়ি থেকে রামপুরহাটগামী একটি বেসরকারি বাসের সঙ্গে একটি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ বাধে। বাসটি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়েই এমন দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। ১৪ নম্বর জাতীয় সড়কের উপর এমন দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
