শুরু হলো ‘ঐক্যশ্রী’ প্রকল্পের স্কলারশিপের আবেদন গ্রহণ প্রক্রিয়া, জেনে নিন ৬ টি গুরুত্বপূর্ণ নির্দেশাবলী

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের ছেলে মেয়েদের পড়াশোনাতে আরও আগ্রহী এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। এই স্কলারশিপ দেওয়া প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘ঐক্যশ্রী’ প্রকল্প। রাজ্য সরকারের এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে ৬১৬ কোটি টাকা এবং এই আজ থেকে এই স্কলারশিপের জন্য আবেদনপত্র গ্রহণ করা শুরু হয়ে গেলো।

আজ থেকে অর্থাৎ ৩০ শে জুন শুরু হওয়া এই স্কলার্শিপ এর আবেদন গ্রহণ পর্ব চলবে আগামী ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত। স্কলারশিপ পেতে হলে অবশ্যই পারিবারিক আয় দু লক্ষ টাকার নিচে হতে হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ‘ঐক্যশ্রী’ প্রকল্প বা স্কলারশীপ মূলত আনা হয়েছে রাজ্যের সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তবে এই স্কলারশিপের জন্য আবেদন করার আগে দেখে নিন ৬ টি গুরুত্বপূর্ণ বিষয়।

১) যিনি আবেদন করছেন তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

২) শিক্ষার্থীকে বিগত চূড়ান্ত পরীক্ষায় অবশ্যই ৫০ শতাংশের বেশি নাম্বার পেতে হবে।

৩) একজন শিক্ষার্থী শুধুমাত্র একটিই স্কলারশিপ পেতে পারে।

৪) দূর নিয়ন্ত্রিত শিক্ষায় পাঠরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না।

৫) একটি আবেদনের জন্য কেবলমাত্র একটি মোবাইল থেকে রেজিস্ট্রেশন করতে হবে। তবে প্রি মেট্রিকের ক্ষেত্রে একটি মোবাইল থেকে সর্বোচ্চ দুটি আবেদন করা যাবে।

৬) অনলাইনে আবেদন করার পর সেই আবেদন পত্র প্রিন্ট করে নিজের ব্যাংক বইয়ের জেরক্স ও বার্ষিক আয়ের ঘোষিত শংসাপত্র সহ বিদ্যালয়ে জমা দিতে হবে। অনলাইনে আবেদনের জন্য লগইন করুন – www.wbmdfcscholarship.gov.in এ। অবশ্যই মনে রাখবেন ব্যাংকের বইয়ের যে জেরক্স আপনি দিচ্ছেন সেটিতে যেন অবশ্যই অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড উল্লেখ থাকে।