নানুরের নিহত বিজেপি কর্মী স্বরূপ গঁড়াইয়ের শেষ জবানবন্দি

অমরনাথ দত্ত : সেপ্টেম্বরের ৬ তারিখ রাতে গুলিবিদ্ধ হন নানুরের রামকৃষ্ণপুর গ্রামের বিজেপি নেতা স্বরূপ গঁড়াই। গুলি করার পাশাপাশি সেই রাতে ব্যাপক বোমাবাজিও করা হয় গ্রামজুড়ে। ঘটনায় বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙ্গুল তোলে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

সেদিন নানুরের রামকৃষ্ণপুর গ্রামে একটি ধর্মীয় উৎসব চলাকালীন গুলিবিদ্ধ হন ওই বিজেপি কর্মী স্বরূপ গঁড়াই। প্রথমে বোলপুর সুপার স্পেশালিটিতে তাঁকে ভর্তি করা হলে শারীরিক অবস্থার অবনতির পর নিয়ে যাওয়া হয় কলকাতার একটি হাসপাতালে। সেখানেই রবিবার সন্ধ্যাবেলায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গতরাতে এই ঘটনায় তল্লাশি চালিয়ে নানুর থানার পুলিশ অভিযুক্ত দুই তৃণমূল কর্মী তুফান দাস এবং আলো চৌধুরীকে গ্রেপ্তার করে।

কিন্তু মৃত্যুর আগে ওই বিজেপি কর্মী স্বরূপ গঁড়াই ঠিক বলেছিলেন?

স্বরূপ গঁড়াই : “বোমা মেরেছে নাকি গুলি করেছে আমি ঠিক বুঝতে পারছিনা। তৃণমূল কর্মীরা মেরেছে। আমি বিজেপি করি তাই মেরেছে। আমি তখন গ্রামে মাঠের কাজ করছিলাম। আমার ভাইপো পার্টি করে। যারা মেরেছে তারা বাপ্পা, করিম খানের লোক, কৌশিক ঘোষ, মাখন ছিল।”

এই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে নানুর থানার সামনে এবং বীরভূম জেলা পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসে বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীরা পুলিশকে হুমকি দেয়, যতদিন না এই ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার হবে এবং পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত শুরু করবে ততদিন ধারাবাহিকভাবে সকাল ১১ টা থেকে প্রতিদিন অবস্থান-বিক্ষোভ চলবে।