ফাঁস বিরাট কোহলির দশম শ্রেণীর রেজাল্ট, অঙ্কের নম্বর দেখলে লজ্জা পাবেন

বিরাট কোহলিকে (Virat Kohli) দেশের ক্রিকেটপ্রেমীরা চেনেন সেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে তার অধিনায়কত্বের সময় থেকে। বরাবরই অত্যন্ত আত্মবিশ্বাসী এবং আগ্রাসী মেজাজের এই ক্রিকেটার সহজেই নিজের স্বভাবের কারনে লোকের দৃষ্টি আকর্ষণ করে থাকেন। কিন্তু আপনি কি জানেন যে তিনি ক্লাস টেনের পরীক্ষায় ঠিক কত নম্বর পেয়েছিলেন বিভিন্ন বিষয়গুলিতে?

বিরাট কোহলি (Virat Kohli) নিজেই সম্প্রতি নিজের ক্লাস টেনের পরীক্ষার কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন সেই মার্কশিট (Marksheet) সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। আইপিএলের ঠিক আগে তিনি কেন এমনটা করেছেন তা অবশ্য বোঝা যায়নি। কিন্তু সেই মার্কশিটে (Marksheet) দেখা গেছে ইংরেজি ছাড়া আর কোনও বিষয়েই খুব একটা ভালো নম্বর পাননি তিনি।

কোহলি (Virat Kohli) তাঁর মাধ্যমিকের মার্কশিটের (Marksheet) ছবি শেয়ার করেছেন। মার্কশিট-এর ছবি শেয়ার করে তিনি লিখেছেন, এটা এক অদ্ভুত বিষয়, মার্কশিটে যে জিনিসগুলি সবচেয়ে কম গুরুত্ব পায় সেগুলো অনেক সময় আমাদের চরিত্রে সবচেয়ে গুরুত্ব পায়।

বিরাট কোহলি দিল্লির সেভিয়ার কনভেন্ট সেকেন্ডারি স্কুল, পশ্চিম বিহার নিউ দিল্লি থেকে ২০০৪ সালে মাধ্যমিক পাস করেছেন। কোহলির মার্কশিটে দেখা যাচ্ছে, দশম শ্রেণিতে তার ৬৯% নম্বর ছিল। দশম শ্রেণীতে তাঁর ৬টি বিষয় ছিল। যার মধ্যে ইংরেজিতে ৮৩, হিন্দিতে ৭৫, গণিতে ৫১, বিজ্ঞানে ৫৫, সামাজিক বিজ্ঞানে ৮১ নম্বর পেয়েছিলেন। কোহলির মার্কশিটে (Marksheet) দেখা যাচ্ছে, দশম শ্রেণিতে তার ৬৯% নম্বর ছিল। দশম শ্রেণীতে তাঁর ৬টি বিষয় ছিল। যার মধ্যে ইংরেজিতে ৮৩, হিন্দিতে ৭৫, গণিতে ৫১, বিজ্ঞানে ৫৫, সামাজিক বিজ্ঞানে ৮১ নম্বর পেয়েছিলেন।

এই মুহূর্তে আইপিএলের প্রস্তুতিতে ব্যস্ত বিরাট। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জিমে অনেকটা সময় কাটাচ্ছেন। দলের স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ শঙ্কর বসুর সঙ্গে ছবি দিয়ে তাঁকে ‘আসল লোক’ বলে উল্লেখ করেছেন বিরাট। আইপিএলে ২২৩টি ম্যাচ খেলে ৬৬২৪ রান করেছেন তিনি। বিরাটই একমাত্র ক্রিকেটার যিনি ২০০৮ সাল থেকে এখনও পর্যন্ত একটি ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলছেন। এ বারের আইপিএলেও তিনি খেলতে নামবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এর পক্ষ থেকে।