হাতে মাত্র কয়েকটা দিন, রইলো একুশের দুর্গাপুজোর নির্ঘণ্ট

নিজস্ব প্রতিবেদন : বাঙ্গালীদের বারো মাসে তেরো পার্বণ থাকলেও শ্রেষ্ঠ পার্বণ হলো দুর্গোৎসব। এই দুর্গোৎসবে লাগামছাড়া ভাবে শেষবার আনন্দ উপভোগ হয়েছে ২০১৯ সালে। আর তারপর থেকেই উৎসবের মাঝে বিষাদের সুর। বিষাদের সুর এনেছে করোনা। একুশের দুর্গাপুজোর জন্য হাতে আর মাত্র কয়েকটা দিন। তবে গত বছরের মতো এ বছরও ভয়ে ভয়ে নিয়মকানুন মেনেই এই উৎসব অতিবাহিত করতে হতে পারে তা এক প্রকার টের পাওয়া যাচ্ছে।

চলতি বছর বছরের শুরুর দিকে আমাদের মনে হচ্ছিল করোনা থেকে বোধহয় মুক্তি মিলছে। কিন্তু মার্চ মাস আসতে না আসতেই ফের ভয়ঙ্কর দংশন। দেশে আছড়ে পড়ে করোনার দ্বিতীয় ঢেউ। সম্প্রতি এই দ্বিতীয় ঢেউ থেকে আমরা এক প্রকার বেরিয়ে এলেও বিজ্ঞানীদের পূর্বাভাস আগস্ট মাসের গোড়াতেই হয়তো তৃতীয় ঢেউ আছড়ে পড়বে। আর এর সাথে সাথেই অক্টোবর মাসের দুর্গাপুজো নিয়ে তৈরি হচ্ছে ঘোর অনিশ্চয়তা।

চলতি বছর অক্টোবর মাসে রয়েছে দুর্গাপুজো। ৬ অক্টোবর বুধবার মহালায়া। ১০ অক্টোবর রবিবার পড়ছে মহাপঞ্চমী। ১১ অক্টোবর সোমবার মহাষষ্ঠী। ১২ অক্টোবর মঙ্গলবার মহাসপ্তমী। ১৩ অক্টোবর বুধবার মহাষ্টমী। ১৪ অক্টোবর বৃহস্পতিবার মহানবমী এবং ১৫ অক্টোবর শুক্রবার বিজয়া দশমী।

গতবছর বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর বিজয়া দশমীতে সকলেই প্রার্থনা করেছিলেন আর যেন এই ভাবে বিধিনিষেধের মাঝে দুর্গাপুজো পালন করতে না হয়। করোনা যেন আর ফিরে না আসে। তবে গত বছরের আপামর বাঙালির এই প্রার্থনা, আশা চলতি বছর কতটা পূরণ হয় সেটাই এখন দেখার।