ইন্টারনেট না থাকলেও জানা যাবে চুরি যাওয়া ফোনের লোকেশন, গুগলের নয়া ফিচার

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে মানুষের হাতে হাতে পৌঁছে গিয়েছে স্মার্টফোন। মানুষের হাতে হাতে স্মার্টফোন পৌঁছে যাওয়ার ফলে তা নিয়ে অধিকাংশ সময় মেতে থাকতে দেখা যায় তাদের। তবে প্রিয় এই স্মার্টফোন হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে সেই স্মার্টফোন খুঁজে পাওয়া খুব কষ্টকর।

এমনিতে ফোন হারিয়ে গেলে সেই ফোন কোথায় রয়েছে তা খুঁজে পাওয়ার জন্য আইফোনে ইন-বিল্ট কিছু ফিচার রয়েছে। যে কারণে আইফোন অনেকে পছন্দ করেন। তবে আইফোন ব্যয়বহুল হওয়ার কারণে তো সকলের পক্ষে তা কেনা সম্ভব হয় না। যে কারণে এবার গুগল এমন একটি ফিচার আনতে চলেছে যাতে করে ডেটা অফ অর্থাৎ ইন্টারনেট না থাকলেও লোকেশন বোঝা সম্ভব হবে।

বর্তমানে হারিয়ে যাওয়া ফোনের লোকেশন জানার জন্য গুগলের যে ফিচার রয়েছে তা হলো Find My Device। কিন্তু এতে সবচেয়ে বড় সমস্যা হলো, ডেটা অফ থাকলে কোনভাবেই লোকেশন খুঁজে পাওয়া যায় না। এই সমস্যা দূর করার জন্যই এবার google এর তরফ থেকে নতুন একটি আপডেট আনা হচ্ছে এবং সেই আপডেটের পরিপ্রেক্ষিতেই ইন্টারনেট ছাড়া ফোনের লোকেশন খুঁজে পাওয়া সম্ভব।

এমনিতে বর্তমানে যে ফিচার রয়েছে অর্থাৎ Find My Device ব্যবহার করার জন্য ফোন ব্যবহারকারীদের গুগল প্লে স্টোর থেকে Google Find My Device অ্যাপটি ডাউনলোড করতে হয়। সেখানে চুরি অথবা হারিয়ে যাওয়া ফোনটি যে অ্যাকাউন্ট দিয়ে লগইন করা রয়েছে সেই একাউন্টে দিয়ে লগইন করতে হবে। লগইন হওয়ার পর আপনি সেই ফোন দূর থেকেই অ্যাক্সেস করতে পারবেন।

এই অ্যাপটি ব্যবহার করে দূর থেকে হারিয়ে যাওয়া অথবা চুরি হয়ে যাওয়া ফোনটির সিকিওর ডিভাইস অপশনে ক্লিক করলে পিন, পাসওয়ার্ড বা স্ক্রিন লকের মাধ্যমে দূর থেকেই ফোনটিকে লক করতে পারা যায়। এছাড়াও প্লে সাউন্ড অপশন বেছে নিয়ে ফোনের মিউজিক বাজানোও সম্ভব। এছাড়াও যাবতীয় ডকুমেন্ট ডিলিট করার অপশনও রয়েছে।