বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা, দিনক্ষণ জানিয়ে পূর্বাভাস হাওয়া অফিসের

নিজস্ব প্রতিবেদন : শনিবার সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা দক্ষিণবঙ্গের একাধিক জেলা। শুক্রবারের তুলনায় তাপমাত্রা অনেকটাও কম। কনকনে ভাব অনুভূত হচ্ছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও। বিশেষত বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় শীতের যথেষ্ট দাপট রয়েছে। তবে শনিবারই হাওয়া অফিসের পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বাড়বে তাপমাত্রা।

শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রী সেলসিয়াস। বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রী সেলসিয়াস। আসানসোল ১০.৭ ডিগ্রি। আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রী সেলসিয়াস। আর এই তাপমাত্রা আগামীকাল অর্থাৎ রবিবার পর্যন্ত বজায় থাকতে পারে। এরপর সোমবার থেকেই বাড়বে তাপমাত্রা।

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, রবিবারের পর থেকে পুরুলিয়ায় শীত বজায় থাকলেও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বাড়বে তাপমাত্রার পারদ। মৌসম ভবনের তরফ থেকে বলা হয়েছে, উত্তর-পূর্ব ভারতের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যে ঘূর্ণাবর্তের জেরেই চড়বে তাপমাত্রার পারদ।