তাপমাত্রা বাড়ার সাথে সাথে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের চার জেলায়

নিজস্ব প্রতিবেদন : অবশেষে খামখেয়ালিপনা ছেড়ে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী। যার পরেই পাকাপোক্তভাবে বাংলা থেকে শীত বিদায় নিতে চলেছে। তবে এই তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দেখা দিয়েছে বৃষ্টির সম্ভাবনা। শনিবার দক্ষিণবঙ্গের চার জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও কলকাতায় মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা নেই বীরভূমেও।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। শ্রীনিকেতন হাওয়া অফিসের খবর অনুযায়ী শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ২ ডিগ্রি তুলনায় বেশি।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল এবং রাতের দিকে হালকা শীতের অনুভূতি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়বে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। পাশাপাশি আগামী ৪৮ ঘন্টা মেঘলা আকাশের দেখা মিলবে। কোন কোন জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হলেও নতুন করে আর পারদ নামার কোন পূর্বাভাস দেয় নি হাওয়া অফিস।

[aaroporuntag]
অন্যদিকে দিন কয়েক ধরেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই আকাশের মুখভার লক্ষ্য করা যাচ্ছে। সেই মতো শনিবারও আকাশের মুখভার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। আর এই চার জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই সকল জেলাতেও নতুন করে আর পারদ নামার সম্ভাবনা নেই।