Windows near train door: ট্রেনের দরজার পাশে থাকা জানলায় কেন থাকে বেশি রড! মাথা চুলকানোর আগে জেনে নিন

The windows next to the train doors have more rods: ভারতের গণপরিবহনগুলির জনপ্রিয় এবং অন্যতম হলো ট্রেন। ধনী থেকে গরিব ট্রেনে যাত্রা করা সবারই সাধ্যের মধ্যে। ভারতীয় গণপরিবহন গুলোর মধ্যে ট্রেন হল একপ্রকার লাইফলাইন। প্রচুর মানুষ প্রতিদিন এই ট্রেনের ওপর ভরসা করে নিজেদের গন্তব্যস্থলে থেকে এগিয়ে চলে। স্বল্প ব্যয় দীর্ঘ পথ থেকে অল্প পথ সবই অতিক্রম করা যায়। ট্রেনে উঠলে এমন অনেক কিছু চোখে পড়ে যা আপাতদৃষ্টিতে অদ্ভুত। কিন্তু তার পেছনে থাকে গভীর কারণ। যেমন ট্রেনের দরজার দুপাশে যে জানালা (Windows near train door) দুটি থাকে তাতে রডের সংখ্যা অন্যান্য জানলার তুলনায় অনেক বেশি। কেন এরকম তারতম্য? জানেন কি?

যত দিন যাচ্ছে ট্রেনের যাত্রী সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে। ট্রেনে যাত্রা করা একপ্রকার আরামদায়ক এবং সাশ্রয়ী। একটি ট্রেন সম্পর্কে সব রকম তথ্য কখনোই পুরোপুরি জানা যায় না। যেমন এই প্রতিবেদনে আজকে জেনে নেব কেন ট্রেনের দরজার পাশের দুই জানলায় (Windows near train door) রডের সংখ্যা বেশি থাকে। ওই জানলা দুটির ধরন অন্যান্য জানলার তুলনায় সম্পূর্ণ আলাদা রকম হয়। দেখতে অবাক লাগলেও এর পেছনে রয়েছে যথোপযুক্ত কারণ।

আপনারা হয়তো অনেকেই জানেন যে ট্রেনের জানলা থেকে চুরি করতে সুবিধা হয় চোরদের। তাই মূল্যবান জিনিস সবসময় সযত্নে রাখতে হয়। ট্রেনের দরজার পাশে জানলা দুটি (Windows near train door) দরজার খুব কাছে থাকার কারণে কোন মূল্যবান জিনিস চুরি করতে সুবিধা হয়। কামরাতে ঠিক ওঠার সময় জানলা দুটো থাকে হাতের নাগালে, তাই চোরদের সোনায় সোহাগা। এছাড়া রাতে যখন যাত্রীরা ঘুমিয়ে থাকে ট্রেন স্টেশনে দাঁড়ানো অবস্থায় চোরেরা ওই জানালা দিয়ে হাত বাড়িয়ে যাত্রীদের জিনিস চুরি করতে পারে। সেই কারণেই ওই জানালাতে রডের সংখ্যা তাকে বেশি।

দরজার পাশে জানালায় (Windows near train door) দরজার সিঁড়িতে পা রেখে সহজেই পৌঁছে যাওয়া যায়। কিন্তু ট্রেনের অন্যান্য জানালাগুলি দূরে থাকায় সেখান থেকে চোরেদের চুরি করতে ততটা সুবিধে হয় না। যখন কোন ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকে তখন স্টেশন থেকে অন্যান্য জানালাগুলোর উচ্চতা থেকে অনেক বেশি, তাই বাকি জানালাগুলি দিয়ে জিনিসপত্র চুরি করা মোটেই সহজ ব্যাপার নয়।

তাই ভারতীয় রেল উপযুক্ত কারণ নেই ট্রেনের দরজার পাশে জানাতে রডের সংখ্যা বেশি রেখেছে। যাত্রীদের সুরক্ষা ও সুবিধার কথা চিন্তা করেই এইরকম ব্যবস্থা। যাতে যাত্রীরা নিরাপদ ভাবে যাত্রা করতে পারে এবং ট্রেনের বগিতে চুরির সংখ্যা যাতে কমে যায় সেই কারণেই অন্যান্য জানলা তুলনায় এই জানালাগুলোতে রডের সংখ্যা বেশি। প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারতীয় রেল যখন থেকে এই পদক্ষেপ নিয়েছে তখন থেকে চুরির ঘটনা আশ্চর্যজনকভাবে হ্রাস পেয়েছে।