লকডাউনের মাঝেই সিউড়ির চিকিৎসকের আংটি ও টাকা ছিনতাই করে পালালো যুবক

হিমাদ্রি মন্ডল : করোনা মোকাবিলায় দেশজুড়ে শুরু হয়েছে লকডাউন। এমত অবস্থায় বাড়ি থেকে বের হতে পারছেন না সাধারণ মানুষ, কার্যত শুনশান বীরভূমের সিউড়ির বিভিন্ন রাস্তাঘাট। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটলো বীরভূমের সিউড়িতে।

রবিবার সকালবেলা চেম্বারে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন বীরভূমের সিউড়ি ডাক্তার সি.আর. ঘোষ। বাড়ি থেকে বের হওয়ার মুহুর্তে একজন যুবক তার কাছে আসেন এবং তাকে বলেন, “ডাক্তারবাবু আমি ডাক্তার জি.এস. দে’র পুকুরে মাছ চাষ করি। সেখানে মাছ ধরা হচ্ছে আজ, আপনাকে ডাক্তারবাবু মাছ দিতে বলেছেন। আপনি আমার সাথে চলুন।” যুবকের কথায় বিশ্বাস করে তার গাড়িতে উঠে পড়ে ডাক্তারবাবু।

অভিযোগ, এরপর লকডাউনের কারণে শুনশান ফাঁকা রাস্তার সুযোগকে কাজে লাগিয়ে ওই যুবক মাঝ রাস্তা যাওয়ার পর তাকে গাড়ি থেকে নামিয়ে ছিনতাই করে নেয় তার সমস্ত কিছু। চিকিৎসকের কথা অনুযায়ী, তার আঙ্গুলের তিনটি সোনার আংটি সহ বেশ কিছু নগদ টাকা ছিনতাই করে নেয় ওই যুবক। এরপর সেখান থেকে চম্পট দেয় সে।

ঘটনা ঘটার পর ডাক্তারবাবু আসেন সিউড়ি থানায়। সেখানে লিখিত অভিযোগ দায়ের করেছেন অজ্ঞাত পরিচয় ওই যুবকের বিরুদ্ধে।