লাল্টু: দিনে দুপুরে বাড়িতে দুঃসাহসিক চুরি। শুধু দুঃসাহসের চুরি নয়, এর পাশাপাশি সিসিটিভির হার্ডডিস্ক খুলে নিয়ে যাওয়া হয়। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক দানা বাঁধতে শুরু করেছে। দিনে দুপুরে এমন দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত দুবরাজপুর শহরে। চুরির ঘটনার অভিযোগ পেতেই তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ।
জানা যাচ্ছে, শুক্রবার বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে দুবরাজপুর পৌরসভার অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউস মোড়ের কাছে ১৪ নম্বর জাতীয় সড়কের পাশেই থাকা একটি বাড়িতে এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। মনে করা হচ্ছে, বাড়ির পিছন দিক থেকে চোরের দল ঢুকে এবং বাড়ির দরজার তালা ভেঙ্গে তাদের কর্মকাণ্ড চালায়। নিরাপত্তার জন্য থাকা সিসিটিভি ক্যামেরায় হার্ডডিস্ক খুলে নিয়ে পালায় তারা।
আরও পড়ুন: ‘শুধু হওয়া গরম হবে’, কাশ্মীরের পহেলগাঁও নিয়ে মুখ খুললেন বাম নেতা বিমান বসু
বাড়ির ভিতরে থাকা আলমারি এবং শোকেস খুলে চুরি করা হয়। বাড়ির মালিক আনসার মন্ডল ওরফে চন্দন অভিযোগ করেছেন, বাড়িতে থাকা নগদ ৩ লক্ষ ৩০ হাজার টাকা, প্রায় ছয় ভরি সোনার অলংকার চুরি গিয়েছে।