Visa Free Entry for Indians: ভারতীয় পর্যটকদের জন্য বিদেশ ভ্রমণের দুর্দান্ত সুযোগ! ভিসা ছাড়াই ঘোরা যাবে এই ১০ দেশ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Indian tourists can visit these 10 countries without a visa: নিজের নিজের দেশের পর্যটন শিল্পকে উন্নত করতে একাধিক নতুন উদ্যোগ গ্রহণ করেছে বিভিন্ন দেশ। আন্তর্জাতিক পর্যটকদের নিজেদের দেশের প্রতি আকৃষ্ট করতে নেওয়া হয়েছে নতুন নতুন উদ্যোগ। এর মধ্যে অন্যতম হলো ভিসা ছাড়াই দেশ ভ্রমণের সুযোগ। বেশ কয়েকটি দেশ আন্তর্জাতিক পর্যটকদের জন্য ভিসা ছাড়াই দেশ ভ্রমণের সুযোগ করে দিয়েছে। বর্তমানে ভারতীয় পর্যটকরা ভিসা ছাড়া প্রবেশ (Visa Free Entry for Indians) করার অনুমতি পেয়েছে ৬২ টি দেশে। যে সমস্ত দেশগুলি ভারতীয় পর্যটকদের ভিসা ছাড়াই তাদের দেশে প্রবেশ অধিকার দিয়েছে এবং কিছুদিন সেই দেশে থেকে দেশ ভ্রমণের সুযোগ করে দিয়েছে, তাদের মধ্যে ১০ টি দেশ সম্পর্কে আজ আলোচনা করা হলো এই প্রতিবেদনে।

Advertisements
1. ভুটান

ভারতীয়দের কাছে ভিসা ছাড়া বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় দেশ ভুটান। ভারতের অন্যতম বন্ধু প্রতিবেশী দেশ ভুটানকে ঠান্ডা ড্রাগনের দেশ হিসেবে উল্লেখ করা হয়। এখানকার বরফাবৃত পর্বতের চূড়া, প্রাণবন্ত মাঠ একাধিক আধ্যাত্মিক প্রতিষ্ঠানের জন্য বিখ্যাত এই দেশটি। হিমালয়ের গায়ে অবস্থিত দেশ ভূটানে ১৪ দিনের জন্য ভিসা ছাড়াই থাকার (Visa Free Entry for Indians) অনুমতি পান ভারতীয়রা।

Advertisements
2. নেপাল

বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টের অবস্থান নেপালে। এখানকার প্রাকৃতিক পরিবেশ, প্রাচীন মন্দির ও স্থানীয় বাসিন্দাদের বন্ধুত্বপূর্ণ আচরণের কারণে দেশটি বেশ জনপ্রিয়। অ্যাডভেঞ্চার ও প্রকৃতি প্রেমি পর্যটকদের জন্য এই দেশটি খুব আকর্ষণীয়। অন্যতম প্রতিবেশী দেশ নেপালের সাথে ভারতীয়দের বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। নেপালে প্রবেশ করার জন্য বা থাকার জন্য কোন ভিসার প্রয়োজন হয় না ভারতীয়দের।

Advertisements
3. মরিশাস

ভারত মহাসাগর দ্বারা বেষ্টিত একটি দ্বীপ হলো মরিশাস। দেশটি সমুদ্র সৈকত, স্ফটিকের মত স্বচ্ছ জল এবং প্রবাল প্রাচীরের জন্য বিখ্যাত। বহু ভারতীয় পর্যটক প্রাকৃতিক শোভা উপভোগ করার জন্য এবং বিলাসবহুল রিসোর্টে বাস করার জন্য মরিশাসে আসেন। এই দেশ ভারতীয়দেরকে ভিসা ছাড়াই ৯০ দিনের জন্য থাকা ও ঘোড়ার অনুমতি দিয়েছে। নির্ঝঞ্ঝাটে বিদেশ ভ্রমণ করতে চাইলে মরিশাস একটি উপযুক্ত স্থান।

4. কেনিয়া

১ লা জানুয়ারি ২০২৪ থেকে ভারতীয় পর্যটকদের জন্য ভিসামুক্ত প্রবেশ অধিকার দিয়েছে কেনিয়া। ৫০ টিরও বেশি জাতীয় উদ্যান, বন্যপ্রাণী ও সামুদ্রিক প্রাণীর জন্য বিখ্যাত দেশ কেনিয়া। আন্তর্জাতিক স্তরে পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় এখানকার জঙ্গল সাফারির অভিজ্ঞতা। ভারতীয় পর্যটকদের জন্য ৯০ দিনের ভিসা মুক্ত ভ্রমণ অধিকারের ঘোষণা করেছে কেনিয়া ট্যুরিজম।

5. মালেশিয়া

প্রাচীন রেইনফরেস্ট ও বহু সংস্কৃতির মিলন ক্ষেত্র হিসেবে বিখ্যাত মালয়েশিয়া। দেশটি বিদেশি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় একটি পর্যটন স্থল। বিশ্বের সবচেয়ে উঁচু ভবনগুলির মধ্যে অন্যতম আইকনিক পেট্রোনাস টুইন টাওয়ার এই দেশের গর্ব। ভারতীয় পর্যটকদের জন্য ভিসা মুক্ত প্রবেশ অধিকার (Visa Free Entry for Indians) দিয়েছে এই দেশটিও। এখন থেকে ৩১শে ডিসেম্বর ২০২৪ অব্দি ভারতীয় পর্যটকদের জন্য ভিসা মুক্ত প্রবেশাধিকার এবং ভ্রমণের অনুমতি দিচ্ছে মালয়েশিয়া সরকার। ভিসা ছাড়াই ৩০ দিন পর্যন্ত থাকা যাবে এই দেশে।

আরও পড়ুন ? Foreign Trip: লাখ লাখ টাকা খরচ করে কেন যাবেন বিদেশ! ৫০ হাজার টাকার খরচেই ভারতের এই জায়গা রয়েছে বিদেশের ছোঁয়া

6. থাইল্যান্ড

ভিসা ছাড়াই ৩০ দিন কাটিয়ে আসার অনুমতি দিচ্ছে থাইল্যান্ড সরকারও। কম দূরত্ব ও কম খরচের জন্য বহু ভারতীয় পর্যটক বিদেশ যাত্রার জন্য বেছে নেন থাইল্যান্ডকে। এখানকার খাদ্যাভাস, সংস্কৃতি, প্রাকৃতিক পরিবেশ সবকিছুই আন্তর্জাতিক স্তরের পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। এখন থেকে ১১ ই নভেম্বর ২০২৪ অব্দি ভিসা ছাড়াই থাইল্যান্ডে প্রবেশ করতে পারবে ভারতীয়রা।

7. ডমিনিকা

এটি মূলত একটি পার্বত্য ক্যারাবিয়ান দ্বীপ। এই দ্বীপকে অনেকে প্রকৃতি দ্বীপ বলেও চিহ্নিত করে। প্রাকৃতিক উষ্ণপ্রস্রবণ এবং গ্রীষ্মমন্ডলীয় রেইনফরেস্ট এই দেশের গর্ব। এই দেশে রয়েছে ১৩৪২ মিটার উঁচু আগ্নেয়গিরি, ৬৫ মিটার লম্বা ট্রাফালগার জলপ্রপাত, সরু টিটু গর্জ সহ আরো অনেক কিছু। সম্প্রতি পর্যটন ও ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে আগত ভারতীয় পর্যটকদের জন্য ৬ মাসের ভিসা ফ্রি প্রবেশাধিকার দিয়েছে ডমিনিকা।

8. কাতার

একাধিক উঁচু ভবনের জন্য বিখ্যাত দেশ কাতার। কাতারকে গগনচুম্বি ভবনের দেশও বলা হয়ে থাকে। ২০২২ এর ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করার জন্য এখনো পর্যন্ত স্পটলাইটে রয়েছে বিশ্বের অন্যতম ধনী দেশ কাতার। ভারতীয় পর্যটকদের ৩০ দিনের জন্য ভিসা মুক্ত প্রবেশ অধিকার দিয়েছে কাতার।

9. শ্রীলংকা

দক্ষিণ এশিয়ার একটি ইতিহাস সমৃদ্ধ দেশ শ্রীলংকা। এখানকার আবহাওয়া, বন্যপ্রাণী, প্রাকৃতিক দৃশ্য, বৈচিত্র্যময় সংস্কৃতি দেশটির গর্ব। দেশটি তার আতিথিয়তা এবং মিষ্টির জন্য আন্তর্জাতিক স্তরে খুব জনপ্রিয়। সম্প্রতি ভারতীয়দের জন্য ভিসা মুক্ত প্রবেশাধিকার দিয়েছে শ্রীলংকা। ২০২৪ সালের ৩১ শে মে অব্দি ভিসা মুক্ত ভ্রমণ অধিকার পেয়েছে ভারতীয় পর্যটকরা।

10. সেশেলস

জলের নিচে গঠিত শিলা, প্রবাল প্রাচীর, ভাঙা জাহাজ ও একাধিক সামুদ্রিক প্রাণীর জন্য বিখ্যাত দেশ সেশেলস। শান্তিপূর্ণ, নির্জন পরিবেশে সময় কাটাতে চাইলে একেবারে উপযুক্ত এই দেশের সমুদ্র সৈকতগুলি। সম্প্রতি ভারতীয় পর্যটকদের ৩০ দিনের জন্য ভিসা ছাড়াই এই দেশে প্রবেশ করা (Visa Free Entry for Indians) এবং ভ্রমণের অধিকার দিয়েছে সেশেলস।

Advertisements