ফেব্রুয়ারির শুরুতেই এই তিন ব্যাঙ্কে আসছে একাধিক পরিবর্তন

নিজস্ব প্রতিবেদন : ব্যাঙ্কিং ব্যবস্থা হোক অথবা অন্য কোন পরিষেবা বছরের বিভিন্ন সময়ে নারায়ন পরিবর্তন আনা হয়ে থাকে। সেই সকল পরিবর্তনের মধ্যে এবার আগামী ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই দেশের তিনটি ব্যাঙ্ক নিজেদের একাধিক নিয়মের পরিবর্তন আনতে চলেছে। এই সকল পরিবর্তন গ্রাহকদের মধ্যে প্রভাব ফেলবে তা অবশ্যম্ভাবী।

১) দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের আর্থিক লেনদেনের ক্ষেত্রে আলাদা করে চার্জ বসাতে চলেছে। ২ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত IMPS লেনদেন করা হলে সে ক্ষেত্রে ২০ টাকা চার্জ বসানো হবে। এর সঙ্গে আবার দিতে হবে জিএসটি।

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, গত বছর অক্টোবর মাসে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য IMPS লেনদেন ব্যবহার করার ক্ষেত্রে উর্ধ্বসীমা দু’লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করে। এর ফলে এই ব্যাঙ্কের গ্রাহকরা প্রতিদিন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন এই পরিষেবা ব্যবহার করে। তবে এরই মাঝে নতুন করে এই চার্জ বসানোর সিদ্ধান্ত গ্রাহকদের কাছে বাড়তি ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

২) দেশের আরও একটি বড় ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা আগামী ফেব্রুয়ারি মাস থেকে চেক মারফত লেনদেনের ক্ষেত্রে পরিবর্তন আনছে। আগামী ফেব্রুয়ারি মাস থেকে তাদের ব্যাঙ্কে চেক মারফত লেনদেনের ক্ষেত্রে চালু হতে চলেছে positive pay system। এই নিয়ম চালু হওয়ার পর চেক সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়ার পরেই লেনদেন হবে। যদিও এই নিয়ম চালু হচ্ছে ১০ লক্ষ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রেই।

৩) দেশের অন্যতম আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পর্যাপ্ত ব্যালেন্স রাখার ক্ষেত্রে নতুন নিয়ম জারি করছে ফেব্রুয়ারি মাস থেকে। নতুন নিয়ম অনুসারে ইএমআই অথবা লেনদেন করার সময় পর্যাপ্ত ব্যালেন্স না থাকলে পেনাল্টি হিসাবে ২৫০ টাকা নেওয়া হবে। আগে এক্ষেত্রে পেনাল্টি হিসেবে নেওয়া হত ১০০ টাকা।