গ্যাস থেকে ব্যাঙ্ক, মার্চে বদলে গেল এই ৬ নিয়ম, টান পড়বে আপনার পকেটে

দেশ জুড়ে বদলে গেল একাধিক নিয়ম। আর যার প্রভাব পড়বে আপনার সংসারেও। মার্চের শুরুতেই বদলে গেল বেশ কয়েকটি নিয়ম। জেনে নিন কোন কোন ক্ষেত্রে এলো সেই পরিবর্তন।

১ মার্চ অর্থাৎ বুধবার থেকেই দেশজুড়ে একাধিক নিয়ম পরিবর্তন এলো। এর মধ্যে বেশ কয়েকটি নিয়ম পরিবর্তনে সরাসরি সাধারণ মানুষের পকেটে চাপ পড়তে চলেছে। মার্চের প্রথম দিন থেকে লাগু হওয়া একাধিক নিয়ম সাধারণ মানুষের মাসিক বাজেটে চাপ ফেলতে পারে। মার্চ মাসে সোশ্যাল মিডিয়া, ব্যাঙ্ক লোন, এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডারের দাম, ব্যাঙ্কে ছুটি সহ একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন রয়েছে। এরসঙ্গে কয়েকটি ট্রেনের টাইম টেবিলেও পরিবর্তন হতে পারে। আর মার্চ মাসের এই পরিবর্তন প্রভাব ফেলবে সকলের জীবনেই।

এলপিজি (LPG), সিএনজি (CNG) এবং পিএনজি (PNG) গ্যাসের দাম সাধারণ ভাবে প্রতি মাসের শুরুতে নির্ধারণ করা হয়। এর আগের কয়েক মাসে জ্বালানির দামে পরিবর্তন না হলেও এবার এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। ১৪.২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডার প্রতি দাম বেড়েছে ৫০ টাকা এবং ১৯ কেজি ওজনের সিলিন্ডার প্রতি দাম বেড়েছে ২৪ টাকা।

জানা গিয়েছে, ভারতীয় রেলওয়ের তরফে ট্রেনের টাইম টেবিলে পরিবর্তন করা হতে পারে। মার্চেই এই তালিকা সামনে আনা হতে পারে। বেশ কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, বিপুল সংখ্যক যাত্রীবাহী ট্রেন ও ৫০০০ টি মালগাড়ির ট্রেনের টাইম টেবিলে পরিবর্তন করা হতে পারে। আবার, কেন্দ্র আইটি সংক্রান্ত নিয়মে পরিবর্তন করেছে। টুইটার, ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে এখন থেকে দেশের নতুন আইটি নিয়ম মেনে চলতে হবে। যে কোনও ধর্মীয় অনুভূতিতে উসকানি দেয় এমন পোস্টের ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হবে। মার্চে এই নতুন নিয়ম কার্যকর হতে পারে। এছাড়া, ভুয়ো পোস্ট করা হলে ব্যবহারকারীদের জরিমানাও দিতে হতে পারে।

এদিকে, কাশী বিশ্বনাথ মন্দিরে আরতির খরচ অনেকটাই বাড়তে চলেছে। মঙ্গলা আরতির জন্য ভক্তদের আগের থেকে ১৫০ টাকা বেশি দিতে হবে। আগে যেখানে আরতির জন্য ৩৫০ টাকা দিতে হত, সেক্ষেত্রে ৫০০ টাকা লাগবে। এছাড়াও, সপ্তর্ষি আরতি, শ্রিংগার ভোগ আরতি এবং মধ্যাহ্নভোগ আরতির টিকিটের জন্য আরও ১২০ টাকা দিতে হবে। আগে এর দাম ছিল ১৮০ টাকা কিন্তু এখন ৩০০ টাকা দিতে হবে। এই নতুন নিয়ম ১ মার্চ ২০২৩ থেকে কার্যকর হবে। এছাড়াও, মার্চ মাসে হোলি, নবরাত্রির মতো একাধিক উৎসব রয়েছে। এই দিনগুলিতে ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর মধ্যে সাপ্তাহিক ব্যাঙ্কের ছুটিও রয়েছে। ২০২৩ সালের মার্চ মাসে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ক্যালেন্ডার অনুযায়ী, বেসরকারি ও সরকারি ব্যাঙ্কগুলি ১২ দিনের জন্য বন্ধ থাকবে।

সূত্রের মারফত জানা গেছে যে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সম্প্রতি রেপো রেট বাড়িয়েছে। এর পর অনেক ব্যাঙ্কই MCLR রেট বাড়িয়েছে। এর সরাসরি অর্থ হল, এটি ঋণ ও EMI-এ প্রভাব ফেলবে। লোনের উপর সুদের হার বাড়তে পারে। ফলে খুব স্বাভাবিক ভাবেই খরচ বাড়বে লোন নেওয়া ব্যক্তিদের। পার্সোনাল লোন থেকে শুরু করে হোম লোন, কার লোন সব ধরনের লোনের উপরেই খরচ বাড়বে অনেকটা।