চলবে ইন্টারলকিং-এর কাজ, শিয়ালদা ডিভিশনে টানা ৬ দিন বাতিল এই সকল ট্রেন

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) হল গণপরিবহনের মেরুদন্ড। প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ ট্রেনের ওপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। যাত্রী চাহিদা এবং যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে ভারতীয় রেলও য়ে বিভিন্ন সময়ে নানান ধরনের কাজকর্মের মধ্য দিয়ে পরিষেবা বজায় রাখে। আর এই পরিষেবা বজায় রাখার জন্য রক্ষনাবেক্ষন কাজও চালাতে হয় রেলকে। সেরকমই এবার ইন্টারলকিং-এর কাজ চলার জন্য টানা ছ’দিন শিয়ালদা ডিভিশনে বাতিল থাকবে একাধিক ট্রেন।

ট্রেন বাতিল রাখার এই কাজ শুরু হয়েছে শুক্রবার থেকে। শুক্রবার বাতিল ছিল ২১টি আপ এবং ২১ টি ডাউন লোকাল ট্রেন। এর পাশাপাশি বাতিল রাখা হয়েছিল চারটি দূরপাল্লার ট্রেন এবং ছয়টি দূরপাল্লার ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছিল।

ইন্টারলকিং এর কাজ চলার কারণে ট্রেন বাতিল শুক্রবার থেকে শুরু হয়েছে এবং তা চলবে বুধবার পর্যন্ত বলেই জানা যাচ্ছে পূর্ব রেল (Eastern railway) সূত্রে। কল্যাণী এবং নৈহাটি রেল স্টেশনের মাঝে তৃতীয় লাইনে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা চালু করার কাজ চলছে আর সেই কারণেই এমন ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যে সমস্ত ট্রেন আগামী বুধবার পর্যন্ত বাতিল থাকবে সেই ট্রেনগুলি হল ৬টি কল্যাণী সীমান্ত লোকাল, ৬টি নৈহাটি লোকাল, ২ কৃষ্ণনগর লোকাল, ১টি রানাঘাট, কাটোয়া, বর্ধমান লোকাল এবং ২টি ব্যান্ডেল লোকাল। এছাড়া ডাউন ট্রেনের মধ্যে রয়েছে কল্যাণী সীমান্ত, কৃষ্ণনগর, বর্ধমান, ব্যান্ডেল, শান্তিপুর এবং নৈহাটি লোকাল।

এর পাশাপাশি দূরপাল্লার যেসকল ট্রেন বাতিল রয়েছে সেগুলির মধ্যে অন্যতম হলো আসানসোল এক্সপ্রেস। এই ট্রেনটির আপ ডাউন দুটি বাতিল থাকছে। এছাড়াও বিভিন্ন ট্রেনের যাত্রা পথ পরিবর্তন করা হয়েছে। যাত্রাপথ পরিবর্তিত হওয়ার ট্রেনগুলি হল গঙ্গাসাগর এক্সপ্রেস, কলকাতা-গোরখপুর এক্সপ্রেস, শিয়ালদা-বালিয়া এক্সপ্রেস, কলকাতা-যোগবাণী এক্সপ্রেস এবং গৌড় এক্সপ্রেস। ডাউন গোড্ডা-শিয়ালদা মেমু প্যাসেঞ্জার। এই ট্রেনগুলি দমদম, দক্ষিণেশ্বর, ডানকুনি হয়ে যাতায়াত করবে।