সাপে ভয় পায় না এমন মানুষের সংখ্যা নেহাতই কম। একই রকম দেখতে সাপ কোনটা বিষমুক্ত ও কোনটা বিষধর তা মাঝে মধ্যেই চেনা যায়না। ইতিমধ্যেই চড়ছে তাপমাত্রার পারদ। হু হু করে বাড়ছে গরম। গরম স্থান সাপের সহ্য হয় না তাই ঠান্ডা, স্যাঁতস্যাঁতে জায়গা দখল করে। গাছের ছায়া আরাম দেয় সকলকে, সাপ ও তার ব্যতিক্রম নয়। তাই বেশকিছু গাছের পাশেই সাপকে ঘোরাফেরা করতে দেখা যায় এই গরমকালে।
সাপের পছন্দ ঠান্ডা পরিবেশ যেখানে আরামদায়কভাবে তারা লুকিয়ে থাকতে পারে। এমন কিছু গাছ রয়েছে যা সাপকে আকৃষ্ট করে ও সাপের উপস্থিতি সেই জায়গায় আরও বাড়িয়ে তোলে। এমন পাঁচটি গাছ সাপের যেন নিজের ঘরের মতো। যেতেই চায় না এই গাছগুলি ছেড়ে তারা। জানেন এই পাঁচটি গাছের নাম?
আরও পড়ুন: Indian GDP Growth: অপেক্ষার আর মাত্র তিন বছর! ভারতের অর্থনীতি এগিয়ে যাবে জার্মানিকে পিছনে ফেলে
তালিকায় প্রথমেই নাম রয়েছে ল্যান্টানা গাছের। হলুদ গোলাপি এই রঙের ফুল থাকার কারণে ল্যান্টানা গাছ নজর কারে সকলেরই। এই গাছ সাপের বন্ধু। এই গাছের ঘন পাতার ঝোপ সাপের আশ্রয়কেন্দ্র এবং ছোট ফল হয় এই গাছে যা সাপ খাদ্য হিসেবে গ্রহণ করে। বিশেষজ্ঞদের মতে এই গাছ বাড়িতে রাখা খুবই বিপদজনক।
দ্বিতীয়ত রয়েছে তুলসী গাছ যা প্রায় সকলের বাড়ির ছাদেই দেখতে পাওয়া যায়। পুজোর কাজে ও সর্দিকাশিতে এই গাছের পাতা উপকারী হলেও এই গাছের সবুজ পাতার গন্ধ ও পাতার গঠন সাপের পছন্দের। তাই এই তুলসী গাছ বাড়ির বাইরে বসালে অঘটন ঘটে যেতে পারে যেকোনো সময়।
তৃতীয়ত রয়েছে চম্পা গাছ। এই গাছের ফুল অত্যন্ত সুগন্ধি তবে এর শাখা ও পাতা সাপের উপস্থিতি বাড়িয়ে তোলে। বাড়ির প্রধান দরজার কাছে বা বাগানে এই গাছ লাগালে বিপদ বাড়ে।
চতুর্থত রয়েছে লেবু গাছ। লেবু গাছের গন্ধ সাপকে আরও কাছে টানে। লেবুপাতা ও লেবুর আড়ালে সাপ নিজের জায়গা করে নেয়। বাগানে শখ করে লেবু গাছ লাগানো থেকে বিরত থাকুন।
পঞ্চমত রয়েছে অপরাজিতা গাছ। সুন্দর নীল রঙের ফুলে ভরে থাকে এই গাছ যেই রং সাপকে আকৃষ্ট করে। এই গাছের লতা এবং আকর্ষে জড়িয়ে থাকে সাপ। এই গাছের লতার আড়ালেই আরামে লুকিয়ে থাকে আর এক লতা। তাই আপনার বাড়ির বাগানে এই গাছ না লাগানোই মঙ্গল।