এসে গেছে করোনার তৃতীয় ঢেউ, সরকারিভাবে ঘোষণা হতেই বাড়ছে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদন : করোনার দ্বিতীয় ঢেউ স্তিমিত হওয়ার পর সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তির মুখ দেখেন। তবে সেই স্বস্তি যে অল্প সময়ের জন্য তা বর্তমানে টের পাওয়া যাচ্ছে। দেশজুড়ে শুরু হয়েছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। শুধু আশঙ্কা নয় এবার সরকারিভাবে সেই ঘোষণাও করতে দেখা গেল।

করোনার তৃতীয় ঢেউ নিয়ে মুম্বইয়ের মেয়র দাবি করলেন, করোনার তৃতীয় ঢেউ ইতিমধ্যেই এসে গেছে মুম্বইয়ে। কেউ যেন কোভিড বিধি হালকাভাবে না নেন। শুধু মেয়র নন, পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও সম্প্রতি দাবি করেছেন, করোনার তৃতীয় ঢেউ এখন রাজ্যের দোরগোড়ায়। একইভাবে করোনার তৃতীয় ঢেউ নিয়ে মহারাষ্ট্রের শক্তি মন্ত্রী নীতিন রাউতও দাবি করেছেন, নাগপুরে তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে। জারি হতে পারে নিষেধাজ্ঞা।

উৎসবের মরশুম শুরু হওয়ার আগে বাণিজ্য নগরীর মেয়র কিশোরী পেদনেকর বর্তমানে করোনার তৃতীয় ঢেউয়ের আতঙ্ক নিয়ে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, উৎসবের মরশুম শুরু হওয়ার আগে থেকেই প্রত্যেককে সতর্ক থাকতে হবে। বাড়ি থেকে বের হলেই যেন মুখে মাস্ক পরে বের হন এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখান আবেদন করেছেন তিনি।

একইভাবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাজ্যের প্রতিটি মানুষের কাছে বিনীত আবেদন করে জানিয়েছেন, “আমরা উৎসব পরেও উদযাপন করতে পারব। কিন্তু নাগরিকদের স্বাস্থ্য ও জীবনকে আমাদের অগ্রাধিকার দিতেই হবে। দৈনিক সংক্রমণ যে হারে বাড়তে শুরু করেছে তাতে পরিস্থিতি ফের হাতের বাইরে চলে যেতে পারে। কে চায় উৎসবের দিনে বিধিনিষেধ আরোপ করতে? কিন্তু মানুষের জীবন বড়ই মূল্যবান। কেরলে দৈনিক সংক্রমণ ৩০ হাজারে পৌঁছে গিয়েছে। মহারাষ্ট্র সাবধান না হলেও তাকে বড় মূল্য চোকাতে হবে।”

প্রসঙ্গত, আগামী ১০ সেপ্টেম্বর রয়েছে গনেশ চতুর্থী। এই গণেশ চতুর্থী হলো মহারাষ্ট্রের সবচেয়ে বড় উৎসব। আর এই উৎসবের আগে করোনার তৃতীয় ঢেউ নিয়ে এমন অশনি সংকেত স্বাভাবিকভাবেই রাজ্যের প্রশাসন থেকে আমজনতার কপালে ভাঁজ ফেলতে শুরু করেছে। পাশাপাশি এমত অবস্থায় আগামী ৩০ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।