এত কেস, হাত-পা ছুঁড়ে চিৎকার করছে রোদ্দুর রায়

নিজস্ব প্রতিবেদন : সাম্প্রতিককালে যে সকল ইউটিউবার ভিডিও আপলোড করলেই বিতর্কের বন্যা বয়ে যায়, তাদের মধ্যে একজন হলেন রোদ্দুর রায়। শিক্ষিত, গবেষক অনির্বাণ রায় হাতে বিড়ি অথবা অন্য কোন নেশার সামগ্রী নিয়ে নিজেকে রোদ্দুর রায় নামে তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। তিনি নিজেকে ‘মোক্সা ঘরানা’ তত্ত্বের প্রতিষ্ঠাতা মনে করেন।

এই রোদ্দুর রায় একাধিকবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে নজরুল ইসলামকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন এবং তাদের গাওয়া গান বিকৃত করেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, একাধিকবার এই সকল ঘটনা নিয়ে তার বিরুদ্ধে সমাজের একাংশ সরব হলেও কোনো দিন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তবে এবার শেষমেশ তিনি ফেঁসে যান।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয় এবং পুলিশ তাকে গোয়া থেকে গ্রেপ্তার করে। বুধবার তাকে ট্রানজিট রিমান্ডে গোয়া থেকে নিয়ে আসা হয় কলকাতায়। তবে পুলিশের হাতে ধরা পড়ার পরেও কলকাতায় এসে তাকে সেই আগের মুডেই লক্ষ্য করা গেল।

সোশ্যাল মিডিয়ায় ভিডিও করার সময় যেভাবে রোদ্দুর রায়কে হাত-পা ছুঁড়ে ছুঁড়ে এক্টিং করতে দেখা যায় ঠিক সেইভাবেই কলকাতায় দেখা গেল তাকে। বিমানবন্দরে নেমেই তাকে হাত পা ছুঁড়তে দেখা যায়। পুলিশ কোনরকমে তাকে গাড়িতে তুলতে পেরে হাঁফ ছেড়ে বাঁচেন। রাতেও তার চোখে দেখা যায় রোদচশমা। আর হাত-পা ছুঁড়ে ছুঁড়ে চিৎকার করতে দেখা যায় ‘ডোন্ট টাচ মি। কিপ ডিসট্যান্স।’ তুমুল চিৎকার করে বলেন, ‘ডিসট্যান্স, ডিসট্যান্স।’

রোদ্দুর রায় লাগাতার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের বিতর্কিত ভিডিও বানিয়েছেন এবং তা আপলোড করেছেন। এসবের পরিপ্রেক্ষিতে সম্প্রতি তাকে গ্রেপ্তার করার পর তার বিরুদ্ধে ১৫৩, ১৫৩এ, ৫০১, ৫০৫, ৫০৯, ৪৬৫, ৪৬৭, ৪৬৪, ৪৭১, ১২০বি ধারায় মামলা রুজু করা হয়েছে। এখন দেখার বিষয় আগামী দিনে কি হয় রোদ্দুর রায়ের।