Video : চতুর্থী থেকেই ভিড়, দুর্গাপুরের নামিদামি তিনটি পূজা মন্ডপ

নিজস্ব প্রতিবেদন : বৃষ্টি থামতেই পুজো দেখতে মণ্ডপে মণ্ডপে ভক্তরা। আর কেনইবা হবে না, বাঙ্গালিদের প্রানের সুযোগ এই দুর্গাপুজো। পূজাকে ঘিরে যেমন উৎসাহ-উদ্দীপনা থাকে ছোট থেকে বড়দের মধ্যে, ঠিক তেমনই পুজো উদ্যোক্তারাও চান নিজেদেরকে সেরা প্রমাণিত করতে।

বুধবার চতুর্থীর দিন থেকেই কলকাতার বড় বড় পূজা মণ্ডপে যেমন মানুষের ঢল দেখা গেল, ঠিক তেমনই এ রাজ্যের আরও এক বড় শহর দুর্গাপুরের নামিদামি পূজামণ্ডপে রাত জেগে দর্শনার্থীদের দেখা গেল পুজো দেখতে।

দুর্গাপুরের অন্যতম দুর্গাপূজা চতুরঙ্গ – পুরীর রথের আদলে হোমিওপ্যাথি ওষুধের শিশি দিয়ে বানানো হয়েছে পুরো মন্ডপ। মণ্ডপে প্রবেশ করলে কোথায় আছেন তা নিয়ে সন্দেহ হবে।

অগ্রণী – সাইকেলের টায়ার দিয়ে বানানো হয়েছে অগ্রণীর পূজা মন্ডপ। চারিদিকে রয়েছে আদিবাসীদের সমারহ। এবার তাদের থিম আদিবাসীদের জীবনযাত্রার আদলে।

মারকুনি – দুর্গাপূজায় দুর্গাপুরের অন্যতম জনপ্রিয় পুজো। এই পুজো মণ্ডপ বানানো হয়েছে কাগজ আর সরকাঠি দিয়ে। প্যান্ডেলের মধ্যে চারিদিকে দেখতে পাবেন ছোট-বড় নানান আকারের মাছ।

যদিও চতুর্থীর দিন আবহাওয়া অনুকূল থাকলেও পঞ্চমী দিন সকাল থেকে আবার শুরু হয়েছে বৃষ্টি। পঞ্চমী দিন সকাল থেকে বৃষ্টি দেখে কিছু বুঝতে যাওয়ার আশঙ্কায় ভুগছেন আপামর বাঙালিরা।