দাঁত দিয়ে কামড়ে গাড়ি টেনে ভাইরাল বাঘ

শর্মিষ্ঠা চ্যাটার্জী : আস্ত এসইউভি গাড়ি দাঁত দিয়ে টেনে নিয়ে যাচ্ছে বাঘ! বাঘের এমন অত্যাশ্চর্য ক্ষমতা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই সাংঘাতিক দৃশ্যটি কর্ণাটকের বান্নেরঘাট্টা জাতীয় উদ্যানের। বাঘ যে আদতে শক্তিশালী প্রাণী এই ভিডিওতেই তার প্রমাণ মিলেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে একটি গাড়ি যার পেছনে যাত্রীরা দাঁড়িয়ে রয়েছেন। ঠিক সেই সময় অতর্কিতে হলুদ – কালো ডোরাকাটা বাঘ পেছন থেকে হানা দিয়েছে। আশ্চর্যের বিষয় হলো, এত বড় গাড়িকে দাঁতে করে টেনে নিয়ে যাওয়া কিন্তু চারটিখানি কথা নয়। অতবড় জাইলো গাড়িকে টেনে পেছনে করে ফেললো বাঘ।

আর এই ভিডিওতেই তাঁর মন্তব্য প্রকাশ করেছেন শিল্পপতি আনন্দ মহিন্দ্রা। পূর্বেও তাঁকে নানা মজাদার ভিডিও পোস্ট করতে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখা গিয়েছে। এবারও তার ব্যতিক্রম নয়। মাহিন্দ্রা জানিয়েছেন, যে গাড়িটি বাঘ টেনে নিয়ে যাচ্ছিল ওটি জাইলো এসইউভি। এই ভিডিও নিয়ে মজা করতেও দেখা গিয়েছে তাঁকে।

মজা করেই তিনি বলেছেন, নির্ঘাত গাড়িটি ভীষণ সুস্বাদু। তিনি যে মোটেই অবাক হয়ে যাননি এই ভিডিও দেখে তাও তিনি প্রকাশ করেছেন। রসিকতার সুরে তিনি বলেছেন এতো সুস্বাদু হওয়ার জন্য বাঘ দাঁতে করে চিবিয়ে ফেলেছে। তাঁর মতে উটি থেকে মাইসোর যাওয়ার পথে এই ভিডিও ভাইরাল হয়েছে।

যশ শাহ নামের এক টুইটারিয়ান দাবি করেছেন, এই ভিডিওটি বেঙ্গালুরুর কাছে বান্নেরঘাট্টা জাতীয় উদ্যানের। তিনি আবার নিজেকে ওই গাড়ির মধ্যে থাকা পর্যটক বলেও দাবি করেছেন। ভিডিওটিতে ইতিমধ্যেই চার লক্ষ ভিউ সম্পূর্ণ হয়ে গিয়েছে।

তবে বাঘের এমন দুঃসাহসিক কাজের কিন্তু সবাই প্রশংসাও করেছেন। অনেকেই আবার আশঙ্কা প্রকাশ করেছেন ভাগ্যিস গাড়ির জানালায় জালি দেওয়া ছিল নইলে কি বড়ো বিপদ না ঘটতে যাচ্ছিল। তবে কোনো বিপদ ঘটেনি এই রক্ষা।