ফের নানুরের মোহনপুরে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, বিজেপি কর্মীকে মার

অমরনাথ দত্ত : গতকালকের পর আজও ফের উত্তেজনা ছড়ালো বীরভূমের নানুর থানার অন্তর্গত মোহনপুর গ্রামে। গতকাল এই গ্রামেই এক তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। আর আজ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে এলাকায় শুরু হয় বিজেপির পথ অবরোধ।

গতকাল থেকেই মোহনপুরের এই এলাকা উত্তপ্ত থাকার পর বিজেপি কর্মীরা দাবি করেছিলেন, আগুন লাগানোর ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফল এবং যে বাড়িতে আগুন লেগেছে সেই বাড়িটি কোন তৃণমূল কর্মীর নয় একজন সাধারন মানুষের।

এরপর যখন বিজেপি কর্মীরা পুনরায় থানা গিয়ে ওই ঘটনার অভিযোগ করতে পৌঁছায় তখন এক বিজেপি কর্মীকে ধরে মারধর করার অভিযোগ ওঠে, অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। আর এর প্রতিবাদে আজ সকাল থেকে মোহনপুর গ্রামের কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের অভিযোগ, শাসক দলের তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের মারধর করছে, এলাকায় নানান সরকারি প্রকল্পে দুর্নীতি করছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নানুর থানার পুলিশ। তারা বিক্ষোভকারীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।

ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রাজু ব্যানার্জি জানান, “শুধু বীরভূমে নয় তারা পশ্চিমবঙ্গের প্রশাসন বলে কিছু নেই। আর যে সকল পুলিশ অফিসার সংবিধান না মেনে কাজ করছেন, প্রত্যেকের বিরুদ্ধে আলাদা আলাদা তদন্ত করব জেলের ভাত খাইয়ে দেবো। আর যারা অর্থাৎ দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে তাদের দৌড় করিয়ে করিয়ে মারবো।”