করোনা ঠেকাতে ‘জনতা কারফিউ’ মেনে চলার অনুরোধ প্রাক্তণ তৃণমূল কাউন্সিলরের

লাল্টু : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামীকাল অর্থাৎ ২২ শে মার্চ জনতা কারফিউয়ের ডাক দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে কারণে সকাল ৭টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত ১৪ ঘণ্টা বাড়ি থেকে বের হতে নিষেধ করেছেন। তবে যারা জরুরী পরিষেবার সাথে যুক্ত তারা যেন তাদের পরিষেবা দিয়ে থাকেন। আর এবার এই জনতা কারফিউ মেনে চলার অনুরোধ করলেন বীরভূমের দুবরাজপুর শহরের ৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শেখ নাজিরুদ্দিন।

প্রাক্তণ তৃণমূল কাউন্সিলর শেখ নাজিরুদ্দিন এদিন এলাকায় করোনাভাইরাস সম্পর্কিত সতর্কতাবাণী মাইকে করে প্রচার করার পাশাপাশি এলাকার সাধারণ মানুষের আগামী কাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে জনতা কারফিউয়ের ডাক দিয়েছেন তা মেনে চলার অনুরোধ করেন। তিনি বলেন, “কোন ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার যে সকল বিধি-নিষেধগুলি দিয়েছেন সেগুলি যেন মানুষ পালন করেন। আগামীকাল যেন কেউ বাড়ি থেকে বের না হন, তাহলে করোনাভাইরাসের যে চেন রয়েছে সেটা ভেঙে পড়বে। গত পরশু থেকে মানুষকে বোঝানোর চেষ্টা চালাচ্ছি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে।”

এছাড়াও বিজেপির তরফ থেকেও এদিন এলাকায় জনতা কারফিউ সফল করার জন্য প্রচার করা হয়। পাশাপাশি তারা এলাকার বেশ কিছু সাধারণ মানুষদের মাস্ক বিলি করে। তাদেরও বক্তব্য, মানুষের কথা মাথায় রেখে সচেতনতা অবলম্বন করুন ও একদিন জনতা কারফিউ মেনে চলুন।

পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সচেষ্ট বীরভূম জেলা প্রশাসন। বীরভূমের যেসকল বাসিন্দারা কর্মসূত্রে হোক অথবা তীর্থ করার জন্য বাইরে গিয়েছিলেন তাদের সকলের মেডিকেল চেকআপের বন্দোবস্ত করেছে। এমনকি পুলিশের তরফ থেকে তীর্থ করে আসা বাসগুলিকে পুলিশি স্কোয়াড করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেল চেকআপ করানোর জন্য।