সাত ঘন্টা ধরে বিদ্যুৎ নেই! গরমে নাজেহাল অবস্থা বাসিন্দাদের। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছাই যে এলাকার কাউন্সিলারের নেতৃত্বেই রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এমন ঘটনাটি ঘটেছে বোলপুর পৌরসভার অন্তর্গত ১৮ নম্বর ওয়ার্ডে। যে এলাকা বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। আর বিদ্যুৎ আসে সন্ধ্যা সাতটা নাগাদ।
তবে একদিনের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় স্থানীয় কাউন্সিলর থেকে বাসিন্দারা ক্ষেপে উঠলেন এমন নয়। তাদের দাবি, বেশ কয়েকদিন ধরেই এমন ঘটনা ঘটে চলেছে। মাঝে মাঝেই লোডশেডিং এর পাশাপাশি দুপুর বেলায় কিছুক্ষণ বিদ্যুৎ থাকার পর আবার লোডশেডিং হচ্ছে।
আরও পড়ুন: ‘রাষ্ট্রপতি শাসন চলার সময় শান্ত ছিল কাশ্মীর’, রাহুল সিনহা
এখানেই শেষ নয়, স্থানীয় কাউন্সিলর তাপস সরকার অভিযোগ করেছেন, এলাকায় এমন লোডশেডিং এর পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ দপ্তরের অফিসে ফোন করা হলে ফোন ধরে না।